নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

হাসিব হলি এশিয়ার সেরা বাঙ্গালী বীর

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮


সমালোচনা দিয়ে শুরু করি- বাংলাদেশী বংশোদ্ভূত ওমুক, ওমুক দেশের বড় বিজ্ঞানী, ওমুক দেশের শিল্পী ইত্যাদি ইত্যাদি এমন খবর প্রায় পত্রিকায় বা টিভি চ্যানেলগুলো দেখা যায়। আর এমন একটি বিস্ময়কর খবর চোখেই পড়লো না কোন পত্রিকায় বা টিভি চ্যানেলে। অধিকাংশ বাংলাদেশী বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশে বড় বড় কাজ করে, তাদের অধিকাংশই এদেশের কোন খবর রাখে না আর তাদের নিয়ে পত্রিকা বা টিভি চ্যানেলগুলো মাতামাতি করলেও যারা দেশের ভিতরে থেকে দেশের মুখ উজ্জল করছে নিয়ে কোন মাথা ব্যাথা নেই। এবার আসি মুল খবরে- ‘ফিটনেস ফেডারেশন ও নাববা’ আয়োজিত সিঙ্গাপুরের ডাউন গ্রাউন্ডে সম্প্রতি বিশ্বের ১২টি দেশের প্রতিযোগিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বডিবিল্ডিং জুনিয়র ওপেন চ্যাম্পিয়নশিপ। সেখানে সবাইকে বিস্ময় করে দিয়ে দেশের মুখ উজ্জল করে সকল প্রতিযোগীকে টপকিয়ে এশিয়ার সেরা হলেন হাসিব হলি। বিস্ময়ের কারন এর আগে কোন বাংলাদেশী এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেনি। প্রথমবারের মত শরীরগঠন প্রতিযোগীতায় অংশ নিয়েই সবার সেরা হলেন তিনি। আর প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ার সেরা স্বর্ণ জিতলেন হাসিব হলি। তার স্লোগানটিও চোখে পড়ার মত ‘MY Body is for my Country’। দেশ প্রেম ও দেশের জন্য এর চেয়ে ভালো কথা আর কী হতে পারে! এবার তার লক্ষ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মি.ইউনিভার্স খেতাব জয়ের। হাসিব হলি দেশের উজ্জল নক্ষত্রের মত। তার জন্য আজ আমাদের দেশকে চিনতে পারলো অনেকে। কারন বাংলাদেশের ক্রিকেট ছাড়া এমন অর্জন খুবই কম আছে। আমি চাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীতার জন্য সরকারীভাবে তাকে সম্পূর্ন সহযোগিতা দেওয়া হোক। তাকে বিশ্বের দরবারে চেনানো হোক, দেশকে চেনানো হোক। সবশেষে, বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জল করার জন্য হাসিব হলি'কে আন্তরিকভাবে অভিনন্দন।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮

জগতারন বলেছেন:
বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জল করার জন্য হাসিব হলি'কে আন্তরিকভাবে অভিনন্দন।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২০

উত্তরের উপাখ্যান বলেছেন: বিশ্ব ক্রীড়াঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করায় হাসিব হলিকে প্রানঢালা অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.