নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

সম্ভাবনার মহাসড়কে সিরামিক শিল্প

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪


বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে। এমনকি এই শিল্পে বড় উৎপাদনকারী দেশ চীন ও ভারতের নজরও এখন বাংলাদেশের দিকে। জার্মানের ফ্রাংকফুর্টে ‘অ্যাম্বিয়েন্টি ফ্রাংকফুর্ট ২০১৭’ শীর্ষক প্রদর্শনীতে বাংলাদেশের ৩৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আগামী মঙ্গলবার এই প্রদর্শনী শেষ হবে। এতে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বিশ্বের শতাধিক দেশের প্রতিষ্ঠান ও ক্রেতা আসে এই প্রদর্শনীতে। ক্রেতাদের বেশির ভাগই বাংলাদেশি পণ্যের গুণগত মান এবং নকশার প্রশংসা করে। এমনকি দেশের কয়েকটি প্রতিষ্ঠান নিজের উৎপাদনের ৭০ শতাংশ ইউরোপের বাজারে সরবরাহ করছে। উদ্যোক্তারা ঝুঁকি নিয়ে দেশের সিরামিকশিল্পকে যেমন বিশ্ববাজারে পরিচয় করে দিচ্ছে, একই সঙ্গে দেশের ভাবমূর্তি তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বলা যায়, এ মেলার মাধ্যমে বাংলাদেশের সিরামিকশিল্প সম্ভাবনার মহাসড়কে যাত্রা শুরু করল। বাংলাদেশের সিরামিক পণ্য গুণগত মান, সৃজনশীল নকশা এবং দামেও বেশ সাশ্রয়ী। ১৯৫৪ সালে বগুড়ায় তাজমা সিরামিকের মাধ্যমে বাংলাদেশে সিরামিকশিল্পের যাত্রা শুরু হয়। এরপর পিপলস সিরামিক, মুন্নু সিরামিক, শাইনপুকুর, ফার সিরামিক, প্যারাগন, আর্টিসান, গ্রেট ওয়াল, আরএকেসহ প্রায় ৫০টি প্রতিষ্ঠান নিয়ে দেশের সিরামিক শিল্প আজ সমৃদ্ধ। সিরামিক ও টাইলস বাংলাদেশের অন্যতম শিল্পে পরিণত হয়েছে। দেশের তৈরি সিরামিক পন্য বিদেশে রপ্তানি হচ্ছে সত্যি ভাবতে ভালো লাগছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.