নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

প্রসূতি ও শিশু চিকিৎসার উন্নয়ন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭


মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রসূতি ও শিশু চিকিৎসার উন্নয়ন ঘটাতে গঠিত হয়েছে ‘হেলথ নেটওয়ার্ক’। আগামী ২০২২ সালের মধ্যে প্রসূতি ও শিশু মৃত্যুর হার বর্তমানের অর্ধেকে নামিয়ে আনতে এই নেটওয়ার্কে যুক্ত হয়েছে বাংলাদেশসহ ৯টি দেশ। অন্য ৮টি দেশ হলো- আইভরি কোস্ট, ইথিওপিয়া, ঘানা, ভারত, মালাবী, নাইজিরিয়া, তাঞ্জানিয়া ও উগান্ডা। জাতিসংঘের বিভিন্ন সংস্থার উদ্যোগে নতুন এ নেটওয়ার্কে যুক্ত হয় বাংলাদেশ। হেলথ নেটওয়ার্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও অন্যান্য অংশীদার সংস্থার সঙ্গে মিলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি ওয়েবভিত্তিক কমিউনিটি তৈরি করবে, যেখানে স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন কৌশল, সৃজনশীল ধারণা, তথ্য ও অভিজ্ঞতার সন্নিবেশ থাকবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখনও প্রতি বছর গর্ভধারণ ও সন্তান জন্মদানের সময় বিশ্বজুড়ে অন্তত ৩ লাখ ৩ হাজার মায়ের মৃত্যু হচ্ছে। জন্মের প্রথম মাসেই মারা যাচ্ছে অন্তত ২৭ লাখ শিশু। চিকিৎসার অভাবে প্রসুতি মা ও নবজাতকের মৃত্যুর কারণ না হয় সেই লক্ষ্যে হেলথ নেটওয়ার্কে যুক্ত হল বাংলাদেশ। এতে চিকিৎসা সেবার আরও উন্নতি হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.