নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

পুনরায় দিনাজপুরের মধ্যপাড়া খনিতে শুরু হয়েছে পাথর উত্তোলন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫



দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবার পুরোপুরি উৎপাদন শুরু করতে যাচ্ছে দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। দীর্ঘদিন ধরে বেকার থাকা খনি শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেছে। শুরু হয়েছে আংশিক পাথর উত্তোলন। দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির উন্নতমানের পাথর সারাদেশে ব্যাপকভিত্তিতে ব্যবহার করতে গ্রাহক আকৃষ্ট করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় আটটি রেলস্টেশনে স্ট্যাকইয়ার্ড নির্মাণ করা হবে। এসব ইয়ার্ডে মধ্যপাড়ার পাথরের মজুদ গড়ে তোলা হবে। রেল ও নদীপথে পাথর পরিবহন করে যারা ব্যবসা করেন তাদের সুবিধার্থে এই ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাথর বাজারজাত করার লক্ষ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ, ঈশ্বরদী, খুলনা, ভাটিয়াপাড়া, যশোর, নওয়াপাড়া এবং ফরিদপুর ও গোয়ালন্দ ঘাটে স্ট্যাকইয়ার্ড করা হবে। এসব ইয়ার্ড থেকে অল্প সময়ের মধ্যেই দ্রুত পাথর ক্রয় করে রেল ও নদীপথে নিজ নিজ গন্তব্যে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন পাথর ব্যবসায়ী ও ঠিকাদারগণ। খনি থেকে দ্রুত পাথর উত্তোলন ও মজুদ গড়ে তুলতে অত্যাধুনিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির পর সেসব যন্ত্রপাতি খনির গর্ভে স্থাপন করা হয়েছে। এসব মেশিন ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে খনির গর্ভে রাস্তা ও রেল লাইন তৈরির কাজ শুরু হয়েছে। স্টোপ উৎপাদন ইউনিট তৈরির কাজও চলছে। ৯২ লাখ মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যে ১২টি স্টোপ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ চলছে। বর্তমানে ৪টি স্টোপ তৈরির কাজ চলছে। আগামী মে মাসে স্টোপ এর কাজ সম্পন্ন হলেই প্রথম ধাপে ৩০ লাখ টনের অধিক পাথর উত্তোলন হবে। আগামী ১৮ সালের ডিসেম্বর নাগাদ ১২টি স্টোপ-এর কাজ সম্পন্ন হলে এসব থেকে মোট ৯২ লাখ টন পাথর উত্তোলন সম্ভব হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.