নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

দয়াকরে আইজিপি মহোদয় বিষয়টি দেখবেনঃ ‘মইরা কি প্রমাণ দিতে হইব, আমার ক্ষতি হইছে’?

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

এ করুন কান্না আর অসহায় বক্তব্য গার্মেন্টস কর্মী শাহানার। গত ৪ মার্চ রাতে বাড্ডার গার্মেন্টস ফ্যাক্টরী থেকে কাজ শেষে বাড়ী ফেরার পথে কড়াইল বস্তির পাশে স্থানীয় চার যুবক তাকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ৮ দিন ঢাকা মেডিকেলের ওসিসি’তে (ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার) শাহানা ভর্তি ছিল। গত ১৩ মার্চ মেয়েটি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ‘ওসিসি’ এর নির্দেশনা অনুযায়ী বনানী থানায় মামলা করতে যায়। সেদিন ওসি থানায় নেই বলে বনানী থানা মামলা নেয়নি। মঙ্গলবার ১৪ মার্চ বনানী থানায় গেলে থানার ওসি অমানবিক আচরণ করে নির্যাতিত শাহানাকে থানা থেকে বের করে দেয়। বনানী থানার ওসি ফরমান আলী শাহানার মামলার অভিযোগনামা ছিড়ে ফেলে দেন। শাহানাকে ওসি বলেন, ‘এসব কাগজে কিছু হবেনা, মামলা নিয়ে আমরা বিপদে পড়বো নাকি। যতসব ফালতু অভিযোগ। স্বামীকে ছাড়া আমরা মামলা নেব না’। এরপর এ ব্যাপারে বুধবার শাহানা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থায় গিয়ে অভিযোগ জানিয়ে বলেন, ‘থানায় গিয়ে মামলা করবার চাইলাম, ওসি স্যার বলে, স্বামীকে লাগব। নির্যাতন যখন করছে তখনতো স্বামী ছিল না। তাইলে মামলার সময় স্বামীরে লাগব ক্যান? কোন মাইয়া কি সাইধা নিজের গায়ে অপবাদের কালি লাগায়’? শাহানার স্বামীকে ধর্ষকরা মৃত্যুর হুমকি দেওয়ায় স্বামীও আজ শাহানার পাশে নেই। ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। শাহানার বুক ভরা আর্ত্বনাদ আর হাহাকার, ‘ক্ষতি হইল আমার। আবার থানায় মামলাও নেয়না। আমি তাহলে যামু কই? মইরা কি প্রমাণ দিতে হইব আমারে, আমার ক্ষতি হইছে’। এ সমাজে ধর্ষিতা নারীদের সম্মান কোথাও নেই, স্বামী, সমাজ, পরিবার সবাই ধর্ষিতাদের পরিত্যাগ আর ঘৃণার চোখে দেখে। এ দূর্ভোগের শিকার সমাজের আমি, আপনি, আমাদের পরিবারের মা, বোন, সন্তান যে কেউ হতে পারে। নারী উন্নয়নের সাথে সাথে চারিদিকে পুলিশের উন্নয়নের খবর আমাদের নজর কাড়লেও পুলিশের এ অমানবিক আচরণের শিকারের দুঃখজনক ঘটনা যেন দৃষ্টি এড়িয়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঢাকা মেডিকেল কলেজ আর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের মতো এসব ধর্ষিতা নির্যাতিতাদের পাশে দাঁড়ানো ও আইনি সহায়তার জন্য সরকারীভাবে ওয়ানস্টপ পুলিশ ও লিগ্যাল সার্ভিস গঠন করে অভিযুক্তদের দ্রুত আর কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এতে সরকারের ও পুলিশের ভাবমূর্তিও বাড়বে। এ ধরণের অসহায় নারীরাও বিচারের জায়গা খুঁজে পাবে...............।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২১

হাফিজ বিন শামসী বলেছেন:


আমরা মধ্যম আয়ের স্বপ্নে বিভোর। শাহান্দের কান্না শোনার সময় আমাদের নেই।


আমরা বেমালুম ভুলে বসে আছি যে, সমাজে সুশাসন প্রতিষ্ঠা ছাড়া উন্নয়ন টেকসই হয় না।

২| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্যাতিতাদের পাশে দাঁড়ানো ও আইনি সহায়তার জন্য সরকারীভাবে ওয়ানস্টপ পুলিশ ও লিগ্যাল সার্ভিস গঠন করে অভিযুক্তদের দ্রুত আর কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

৩| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

শেয়াল বলেছেন: আপনে ডিরেক্ট কয়া হালাইলেই তো অয়, এইখানে পোস্ট করে লোক জানানোর দরকার কী B:-/

৪| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

ঢাকাবাসী বলেছেন: এনারা ব্যাস্ত জঙ্গী নিয়া আর মধ্যম আয়ের দেশ নিয়া এসব মানুষের কান্ন শোনার মত টাইম নাই!

৫| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৭

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: যারা সত্যিকারের নির্যাতিত হয় তারা বিচার পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.