নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

শহীদ স্মরণে বৃক্ষ রোপণ

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫




মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তাদের সেই ঋণ কোনদিন শোধ হবার নায়। আমরা চাইলে বিভিন্নভাবে তাদের স্মরণ করতে পারি। ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলনকারী সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবার হাতে নিয়েছে ব্যতিক্রমী এক কর্মসূচী। ‘৩০ লাখ শহীদ স্মরণে ৩০ লাখ বৃক্ষ রোপণ’ কর্মসূচী সফল করতে দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। পরিবেশ রক্ষায় গৃহীত এ উদ্যোগ সারাদেশে বাস্তবায়ন করা হবে। বিশ্বে তাপ ও উষ্ণতা বাড়ছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। ৪০ বছরের মধ্যে এক-তৃতীয়াংশ মানুষের গৃহহীন হওয়ার আশঙ্কা রয়েছে। উষ্ণায়নের বিরুদ্ধে একমাত্র প্রতিষেধক বেশি করে গাছ লাগানো। বাংলাদেশের আয়তনের ২৬ ভাগ বনভূমি প্রয়োজন। কিন্তু আছে ১১ ভাগেরও কম। ভারতে ২২ ভাগ, মিয়ানমারে ৪৮ ভাগ এবং ভুটানে ৬৯ ভাগ বনভূমি রয়েছে। বাংলাদেশের বনভূমির পরিমাণ আরও বৃদ্ধি করা প্রয়োজন। এ প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ গাছ রোপণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। গাছগুলো হবে শহীদদের নামে। মানুষ এর রক্ষণাবেক্ষণে যত্নবান হবে। যার জমিতে গাছ রোপিত হবে তিনিই হবেন সে গাছের মালিক। তবে শর্ত থাকবে যে, ২০-৩০ বছরের আগে এগুলো কাটা যাবে না। বাংলাদেশ স্বাধীন হলেও মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তাছাড়া শহীদ জননী জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়নে সারাদেশে স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যেতে হবে। একাত্তরের চেতনাকে বুকে ধারণ করে ধর্মান্ধ অপশক্তির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতাবিরোধী চক্র আওয়ামী লীগ নামধারী কিছু নেতাকর্মীর সঙ্গে হাত মিলিয়ে তাদের লক্ষ্য বাস্তবায়নে পদক্ষেপ চালাচ্ছেন। যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে কেন্দ্র করে বাঁশখালীর উপজেলা প্রশাসনসহ সংখ্যা লঘু সম্প্রদায়ের ওপর জ্বালাও পোড়াওসহ যে নির্মম নির্যাতন চালিয়েছে তার সঠিক বিচার হয়নি। কিন্তু বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরসহ জঙ্গি নির্মুলে বদ্ধপরিকর। আমরা আলোর মুখ দেখেছি যেমন যুদ্ধাপরাধিদের বিচারে তেমনি আশা করছি জঙ্গিবাদ নির্মুলেও তেমনভাবে সফল হব।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২১

প্রাইমারি স্কুল বলেছেন: ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ গাছ রোপণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। গাছগুলো হবে শহীদদের নামে। ভাই কত জন শহীদের নামের তালিকা আছে ? ৩০ লাখ বাদদেন ১০ লাখ , ৫ লাখ, ৩ লাখ শহীদের তালিকাও নাই।

২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৬

ধ্রুবক আলো বলেছেন: শহীদ স্মরণে বৃক্ষ রোপন অসাধারণ এক উদ্যোগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.