নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতা মৈত্রী ট্রেন

০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২




বন্ধ হওয়ার প্রায় ৪৩ বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা লাইনে রেল যোগাযোগ। আগামী ৮ এপ্রিল দিল্লিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে পতাকা নেড়ে দ্বিতীয় মৈত্রী ট্রেনের উদ্বোধন করবেন। এটা পরীক্ষামূলক। আশা করা যায় জুন থেকে খুলনা-কলকাতা নিয়মিত ট্রেন চলবে। এটি বনগাঁ লাইন দিয়ে সীমান্ত স্টেশন পেট্রাপোল-বেনাপোল দিয়ে চলাচল করবে। ২০০৮ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) মৈত্রী ট্রেনের মাধ্যমে চালু হয় বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। ২০১৪ সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত আন্তঃদেশীয় সরকারি রেলওয়ে সভায় খুলনা-কলকাতা একজোড়া মৈত্রী এক্সপ্রেস চালুর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ বনগাঁও-কলকাতা স্টেশনে সাব-আরবান ট্রেনের আধিক্য এবং সেকশনাল ক্যাপাসিটি না থাকার কারণে তখন খুলনা-কলকাতা লাইনে ট্রেন চালু সম্ভব নয় বলে জানায়। ওই বছরের ২৬ এপ্রিল কলকাতায় রেলওয়ে বোর্ডের সাথে বাংলাদেশ রেলওয়ের অনুষ্ঠিত সভায় খুলনা-কলকাতা মৈত্রী ট্রেন চালুর সিদ্ধান্ত হয়। খুলনা-কলকাতা এক সময় নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল করত। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২-৭৩ সালে চালু হয়। ওই সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা দেশে ফেরেন ট্রেনে চড়ে। পরবর্তীতে আর কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করেনি। তবে ২০০১ সাল থেকে এ লাইনে মালগাড়ি চলাচল শুরু হয়। ৮ এপ্রিল দ্বিতীয় মৈত্রী ট্রেন খুলনা স্টেশন থেকে ছেড়ে যাবে। উদ্বোধন হবে বেনাপোলে। উল্লেখ, ১৯৬৫ সালে ভারত-বাংলাদেশ ৬টি সীমান্ত দিয়ে রেল যোগাযোগ চালু ছিল। সেই লাইনগুলো আবার চালু করার ওপর জোর দিয়েছে দুই দেশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২

নাইম রাজ বলেছেন: ভালো হবে বেশি বেশি করে ভারত যাবো।

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: রেল যোগাযোগ বাড়ানোর ফলে ভালো হবে না খারাপ হবে তা এখনো অনিশ্চিত। আশা রাখছি,বালো কিছুই হবে।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.