নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

হরকত-উল-জিহাদ ও মুফতি হান্নান

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

নিজেদের উপস্থিতি জানান দিতে হরকত-উল-জিহাদ (হুজি)একের পর এক বোমা হামলা করেছে। হরকত-উল-জিহাদ (হুজি) প্রধান মুফতি হান্নান কেবল শেখ হাসিনাকে হত্যা করতেই পাঁচবার হামলা ও হামলার চেষ্টা করেছিল। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেছেন তিনি। এছাড়া তার পরিকল্পনা ও নির্দেশে সাত বছরে ১৩টি জঙ্গী হামলা হয়। তাতে নিহত হয় ১০১ জন। আহত হন ৬০৯ জন। এছাড়া জঙ্গীরা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ২০০৫ সাল পর্যন্ত শ’খানেক বোমা হামলার ঘটনা ঘটায়। আহতদের মধ্যে অনেককেই চিরতরে পঙ্গুত্ববরণ করতে হয়েছে। মুফতি হান্নানসহ শীর্ষ জঙ্গীরা গ্রেফতার হওয়ার পর তাদের কাছ থেকে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। ২০০৫ সালের ১ অক্টোবর রাজধানীর বাড্ডা থেকে র্যা বের হাতে গ্রেফতার হন মুফতি হান্নান। এরপর বিভিন্ন মামলায় টানা ১২০ দিন রিমান্ডে ছিলেন। সর্বশেষ ২০০৬ সালের ১৯ নভেম্বর এবং ২০০৭ সালের ১ নভেম্বর দুই দফায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দীতে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। এসব ঘটনায় মুফতি হান্নানের বিরুদ্ধে মোট ১৭টি মামলা হয়। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলাসহ দুইটি মামলার বিচার শেষ হয়েছে। আনোয়ার চৌধুরীর ওপর হামলার দায়ে মুফতি হান্নানসহ তিন জঙ্গীর ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদন্ড হয়। এ ছাড়া ২০০১ সালে রমনায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় হান্নানসহ হুজির আট জঙ্গীর মৃত্যুদন্ড দেয়া হয়েছে। এ মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। হান্নানের বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর মধ্যে ১৩টি বিচার চলছে। এরমধ্যে দুটির অধিকতর তদন্ত হচ্ছে। সর্বশেষ মুফতি হান্নানকে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নেয়ার সময় টঙ্গী থেকে তাকে ছিনিয়ে নিতে হামলা হয়েছিল। আইন শৃংখলারক্ষাকারী বাহিনী তা ব্যর্থ করে দিয়েছিল। সর্বশেষ মুফতি হান্নানসহ তার আরও দুই সহযোগীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে হুজির কার্যক্রম নিশ্চিহ্ন হয়ে গেল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.