নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

স্বকীয় সংস্কৃতি ও জাতিসত্তার পক্ষে এগিয়ে যাওয়ার অবিস্মরণীয় কাহিনি

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮

বাংলার ঘরে ঘরে আবার বৈশাখের ডাক। আবার ঢাকঢোলের হাঁক। অলিগলিতে আবার সেই লাল-সাদা শাড়ির ঝিলিক। মাঠে মাঠে আবার সেই বৈশাখী মেলা। সেই বায়োস্কোপ, সাপ-লাঠি খেলা। হৃদয়ের অলিন্দ-নিলয়ে আবার সেই ‘মেলায় যাই রে’ গান। রমনার বটমূলে ফের প্রভাতফেরির তান। রাজপথে আবার সেই মঙ্গল শোভাযাত্রার পদধ্বনি। আবার সেই দৈত্যাকার হাতি-ঘোড়া, একতারা-খঞ্জনি। সব মিলিয়ে বাংলার দিকে দিকে পহেলা বৈশাখের সাত রং। এ বছর পহেলা বৈশাখে রমনা বটমূলে বাঙালির নববর্ষ আয়োজনের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই ৫০ বছরে আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে বিস্ময়কর সব পরিবর্তন ঘটেছে। ইতিহাসের পরম্পরায় ৫০ বছর মোটেই দীর্ঘ সময় নয়। এই অল্প পরিসরে বাঙালি জাতিসত্তার ভিত্তি তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী অবকাঠামো ও উপরিকাঠামো নির্মিত হয়েছে এবং সারা বিশ্বে সৃজনশীল, উদ্যমী ও দ্রুত উন্নয়নশীল একটি জাতির পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছি আমরা। বিশ্বজুড়ে বাঙালি তাদের নববর্ষ পালন করে থাকে। কখনো কখনো মনে হয় সারা বিশ্বেই রয়েছে আমাদের খণ্ড খণ্ড বাংলাদেশ। প্রবাসী বাঙালির স্বদেশপ্রীতি, বাঙালি সংস্কৃতিকে ধারণ ও তার প্রসারে যেমন আন্তরিক হতে দেখি তা আমাদের সবাইকেই আশান্বিত করে। বিশ্বব্যাপী লাল-সবুজের এই অস্তিত্ব আমাদের নিঃসন্দেহে গৌরবান্বিত করে। তবে তাটপর্য বিচারে এবারের পহেলা বৈশাখটি একটু ভিন্ন। কারণ ‘মঙ্গল শোভাযাত্রা’। পহেলা বৈশাখের এই অবিচ্ছেদ্য অংশ ও অন্যতম প্রধান উৎসব এখন আর শুধু বাংলাদেশের নয়, এটি এখন বিশ্বের গুরুত্বপূর্ণ ‘স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’। এই গৌরবোজ্জ্বল বিশ্বস্বীকৃতির পর এবারই প্রথম পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা উদ্যাপিত হচ্ছে। যত দূর জানি, নববর্ষকে ঘিরে সবার মঙ্গল কামনায় এরূপ ‘মঙ্গল শোভাযাত্রা’ আর কোথাও আয়োজন হয় না। এই মৌলিক সংস্কৃতির কপালে বিশ্বস্বীকৃতির এমন রাজটিকায় এবারের বাংলা পহেলা বৈশাখটি নিঃসন্দেহে অন্য মাত্রিক ব্যঞ্জনা ও উচ্চতা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। বাঙালির ৫০ বছর ধরে সাহসের সঙ্গে স্বকীয় সংস্কৃতি ও জাতিসত্তার পক্ষে এগিয়ে যাওয়ার এই অবিস্মরণীয় কাহিনি অম্লান থাকবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫

ইয়াসিরআরাফাত বলেছেন: বাঙালির নববর্ষ আয়োজনের ৫০ বছর। এই ৫০ বছরে আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে বিস্ময়কর সব পরিবর্তন ঘটেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.