নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

আসছে আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২

আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির প্রস্তাব দিয়েছে পাওয়ার ট্রেডিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। পশ্চিমবঙ্গের হলদিয়ায় কয়লাচালিত একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে এই বিদ্যুৎ বিক্রিতে আগ্রহী পিটিসি। এখন ভারতের বেসরকারী খাতের ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন সরবরাহ করছে কোম্পানিটি। সঞ্চালন লাইন নির্মাণ করে এক বছরের মধ্যেই বাংলাদেশে এই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেয়া হচ্ছে। ২০৩০ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নেপাল থেকে এক হাজার মেগাওয়াট আনার পরিকল্পনা রয়েছে। ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে এক বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। এছাড়াও ভারত থেকেও আরও বিদ্যুৎ আমদানির চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে দরে বিদ্যুৎ কিনছে এই বিদ্যুতের দরও তেমনই হবে। এই বিদ্যুৎ বাংলাদেশে নেয়ার জন্য ১৭০ কিলোমিটার সরাসরি সঞ্চালন লাইন নির্মাণ করে বাংলাদেশে এই বিদ্যুত সরবরাহ করা হবে। হলদিয়া বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব সাবস্টেশন থেকে সব থেকে নিকটবর্তী খুলনার গোয়ালপাড়া সাবস্টেশনে এই বিদ্যুৎ আনা সম্ভব। মেসার্স ইন্ডিয়া পাওয়ার হলদিয়াতে একটি ৪৫০ মেগাওয়াটের বিদ্যুত কেন্দ্র নির্মাণ করছে। কেন্দ্রটির প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১৫০ মেগাওয়াট। এরমধ্যে প্রথম ইউনিটটি ইতোমধ্যে উৎপাদনে এসেছে। বাকি দুটি ইউনিট শীঘ্রই উৎপাদনে আসবে। মেসার্স ইন্ডিয়া পাওয়ার এর বিভিন্ন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গেই কোম্পানি বিদ্যুতের সঞ্চালন এবং বিতরণ বাণিজ্যে কাজ করে। বিদ্যুৎ কেন্দ্রটি আমদানি করা কয়লায় চলবে। বিদ্যুতের দামের ক্ষেত্রে কয়লার আমদানি মূল্যে দরকে প্রভাবিত করবে। বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহের জন্য প্রতি কিলোওয়াটের ট্রান্সমিশন চার্জ প্রস্তাব করা হচ্ছে দশমিক ০৮৪ ডলার। এছাড়া বিদ্যুতের দামের ক্ষেত্রে অন্যান্য প্রভাবক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়ী ব্যয় এবং জ্বালানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করা হবে। বিদ্যুৎ কেন্দ্রটির সঙ্গে ২৫ বছরের ক্রয় চুক্তি সই করার প্রস্তাব দেয়া হয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬

চিন্তক মাস্টারদা বলেছেন: তাইতো বলি, এতো বৃষ্টি দেয় তারপরও কারেন্ট রয় কেমনে।
ধন্যবাদ মুজিবের বেটি...মাননীয় প্রধানমন্ত্রী।

ধন্যবাদ আপনাকেও।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

রিফাত হোসেন বলেছেন: এতে কত টুকু আরও বেশী ব্যয় বহন করতে হবে বা জনগনকে অতিরিক্ত বিদ্যুৎ এর মূ্ল্য পরিশোধ করতে হবে? ! জাতি জানতে চায়"""!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.