নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

ইকো ট্যুরিজম তৈরি করা হবে সোনাদিয়ায়

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮


বর্তমান সরকার নানা সময়োপযোগী উদ্যোগে দেশের আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নে সাফল্যের যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হিসেবে মহেশখালীর উদ্বোধন করেছেন। এই অনন্য উদ্যোগের অংশ হিসেবে এবার কক্সবাজার থেকে মাত্র ১০ কিলোমিটার দূরত্বে মহেশখালীর ৯ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত সোনাদিয়া দ্বীপকে নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার। সেখানকার ১৩ হাজার একর এলাকায় ইকো ট্যুরিজম গড়ে তোলার কাজ শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এজন্য গত বুধবার কক্সবাজার জেলা প্রশাসন প্রতীকী মূল্যে বেজার অনুকূলে দীর্ঘ মেয়াদে প্রয়োজনীয় জমি বন্দোবস্ত দিয়েছে আর দ্রুততম সময়ে গতকাল বৃহস্পতিবার নিজেদের অনুকূলে জমি নিবন্ধনের কাজও সেরে ফেলেছে বেজা। তবে সোনাদিয়া দ্বীপ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত বিধায় এ দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করেই সোনাদিয়ায় ইকো ট্যুরিজম গড়ে তোলা হবে। জাপান সরকার তাদের দেশে পরিবেশকে ঠিক রেখে নানা উন্নয়ন কর্মকান্ড করেছে, এদেশেও পরিবেশকে অক্ষুণ্ন রেখে উন্নয়ন করা হবে। প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপে ইকো ট্যুরিজম পার্কে বিনিয়োগ করতে দেশের বড় বড় বেশ কয়েকটি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ইতোমধ্যে বেজার সঙ্গে যোগাযোগ করেছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে একজন পর্যটক থাইল্যান্ডে গিয়ে যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকে, তার সবটাই থাকবে সোনাদিয়া দ্বীপে। আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত ও পরিচিত একাধিক বিশ্ববিদ্যালয়ের শাখাও সেখানে নেয়ার আলোচনা চলছে। এদেশের কোনো নাগরিককে চিকিৎসার জন্য যাতে ভারতসহ অন্য কোনো দেশে না যেতে হয়, সে জন্য করা হবে আন্তর্জাতিকমানের হাসপাতাল। সোনাদিয়ায় বর্তমানে প্রচলিত শুঁটকি তৈরি কার্যক্রমকে আরো আধুনিক ও পরিবেশসম্মতভাবে করতে আলাদা একটি অঞ্চল তৈরির পরিকল্পনাও রয়েছে। সোনাদিয়ায় কিভাবে রেল সংযোগ দেয়া যায়, সে চিন্তাভাবনাও শুরু হয়েছে। কক্সবাজারের নাফ ইকো ট্যুরিজম পার্ক, টেকনাফ পর্যটন এলাকার মতো সোনাদিয়া দ্বীপকেও একটি আদর্শ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। সেখানকার অবকাঠামো উন্নয়নে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প তৈরির কাজ শুরু করেছে। এর আগে সোনাদিয়ায় একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা থাকলেও পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে গিয়েই সরকার সোনাদিয়া দ্বীপে ইকো ট্যুরিজম পার্ক করার উদ্যোগ নিয়েছে। দেশের অমিত সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে কক্সবাজার জেলার বিপুল সম্ভাবনা বিবেচনায় একটি সময়োপযোগী উদ্যোগ সোনাদিয়া দ্বীপে ইকো ট্যুরিজম পার্ক। পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে অনতিবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে – এটাই সকলের প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.