নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

ঈদ আনন্দ বাড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ছাত্রলীগ

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অনেক ভালো বাসতেন। তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনাও শিশুদের অনেক ভালোবাসেন। সেই আর্দশে অনুপ্রানিত হয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ছাত্রলীগের সদস্যরা সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে ঈদের হাঁসি ফোটানোর জন্য তাদের মাঝে ঈদ উপহার প্রদান করেন। ঈদের আনন্দ থেকে সুবিধাবঞ্চিত শিশুরাও যেন বাদ না পরে তাই রাজধানীর ভিন্ন ভিন্ন জায়গায় তারা নতুন পোষাক ‍বিরতণ করেন। এছাড়া রাজধানীর পরীবাগে সুবিধাবঞ্চিতদের স্কুল ‘হাসিমুখ’-এর শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাকসহ খাবার সামগ্রী বিতরণ করেন। এসব উপহারের মধ্যে ছিল ঈদের নতুন জামা, সেমাই, চিনি, পোলাওয়ের চাল, লবন, দুধ ইত্যাদি। ছাত্রলীগ সভাপতি নিজেই দীর্ঘ দিন যাবত এই স্কুলটি পরিচালনা করে আসছেন। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে স্কুলটিতে। পরীবাগের হাঁসিমুখ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণের মাধ্যমে তারা ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়। এই সময় পথ শিশুরা ছাত্রলীগের সদস্যদের কাছে পেয়ে এবং তাদের কাছ থেকে ঈদ উপহার পেয়ে আনন্দে মেতে উঠে। ঈদের আনন্দ থেকে এসব সুবিধাবঞ্চিত শিশু যেনো বঞ্চিত না হয়, সেজন্য ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় তাদের ঈদ উপহার ছাড়াও অন্যান্য সময়েও শিক্ষা উপকরণ দেয়া হয়। এসব শিশু যেনো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য ছাত্রলীগ এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সব এলাকায় সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশু, বৃদ্ধরা যেনো ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের খেয়াল রাখার আহ্বান জানান তারা। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে ছিন্নমূল ও দুঃস্থ শিশুদের মাঝে ইফতার ও ঈদের নতুন পোশাক বিতরণ করেছিল ছাত্রলীগের কর্মীরা। দেশের সকল সুবিধাবঞ্চিত পথশিশুদের কথা চিন্তা করে দলমত নির্বিশেষে দেশের সকল বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা আমাদের সকলের।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

বাকরখানি বলেছেন: =p~ইদের ২য় দিনের বিনোদন।

২| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সু-কর্মে অকুন্ঠ সমর্থন রইল

৩| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: আমি চাই তারা এরকম ভালো কাজ আরও করুক।

৪| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


শিশুদের বিক্রয় মিক্রয় করে দেবে নাতো?

৫| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:

"জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অনেক ভালো বাসতেন। তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনাও শিশুদের অনেক ভালোবাসেন। "

-নতুন নতুন আরব্য উপন্যাস

৬| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবিশ্বাস্য। তবে ভালো কাজ করলে তো ভালোই।

৭| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগলো । ছাত্রলীগের ভালো খবর খুব বেশি মিডিয়ায় আসে না; খারাপ খবরগুলোই আসে ।

৮| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০২

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

৯| ২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সেতু আমিন বলেছেন: ভালো নিউজ পড়ে আরেক ব্লগারের কথা মনে পড়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.