নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

“শহীদুল হক মামা”র বীরত্বের গল্প স্তব্ধ করতেই কি “মজহার” গুম নাটক?

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০


জনতার মনোজগৎ হতে "মামা"কে দূরে সরানোর কৌশল হিসেবেই কি ফরহাদ মজহার অপহরণ/গুম নাটক! গোটা জাতিযখন বীর মুক্তিযোদ্ধা, একাত্তরের গেরিলা কমান্ডার, মামা বাহিনীর প্রধান, ১৯৭৫ হতে প্রবাসে থেকেও জাতির পিতার স্বপরিবারে হত্যাকান্ডের বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার "শহীদুল হক মামা"কে শ্রদ্ধা জানাতে প্রস্তুত তখন বিতর্কিত, ঘৃণিত জঙ্গিমদদদাতা হিসেবে ‘ফরহাদ মজহার’ এর গুম/অপহরণ নাটক করে সমগ্র দেশবাসীর দৃষ্টি সরিয়ে দেয়াই ছিলো মোসাদ-সিআইএ-আইএসআই চক্রের পরিকল্পনায় জঙ্গি-রাজাকার-জামাত-বিএনপি-মাফিয়া-ইয়াবা চক্রের একটি পাতানো ও সাজানো নাটক; এ কথা বললে কি ভুল হবে? শোকাচ্ছন্ন জাতির পাশাপাশি আজ যখন প্রতিটি ইলেকট্রনিক্স ও প্রিণ্ট মিডিয়ার কর্মীরা এবং ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারিরা যার যার সাধ্যমতো তথ্য সংগ্রহ করে “শহীদুল হক মামা”র প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মরণ এবং ওনার জীবনের কম প্রচারিত বীরত্ব গাঁথাগুলি প্রচারের কথা ভাবছিলো তখন এই ফরহাদ মজহার গুম নাটকের মাধ্যমে সেসব মহতী প্রচেষ্টাগুলিকে স্তব্ধ করে দেয়াই কি এ গুম নাটকের উদ্দেশ্য ছিলো না? তাহলে প্রশ্ন আসে, দেশবাসী ও গণমাধ্যম কি বেকুবের মতো মোসাদ-সিআইএ-ইএসআই চক্রের পরিকল্পনায় জঙ্গি-রাজাকার-জামাত-বিএনপি-মাফিয়া-ইয়াবা চক্রের পাতা ফাঁদে পা দিলো? আমরাও কি তাই করেছি, ফরহাদ মজহার সংক্রান্ত সংবাদ সংগ্রহ ও প্রচার করে? এককথায় এর উত্তর, “না”। “ঈদের পর কঠোর অন্দোলন”, “এই সরকার বিদায় হলেই গুম-রা ফিরে আসবে”, “কেউ শোক প্রকাশের জন্য থাকবে না” এসব ভয়ঙ্কর উক্তিগুলি সমগ্র দেশবাসী ও রাষ্ট্রের নীতি-নির্ধারকদের পাশাপাশি আমাদেরকেও উৎকন্ঠিত করে রেখেছিলো, সে উৎকন্ঠা শতগুণে বাড়িয়ে দিয়েছিল “ফরহাদ মজহার”এর মতো “পোষা ভেড়া”কে খতম করে দেয়ার মিথ্যা হুমকিকে পুঁজি করে একটি ঘৃণ্য আন্দোলনের অপচেষ্টা শুরু হবে কি না, এই আশঙ্কা থেকেও। তবে যাই হোক না কেন, "রহস্য পুরুষ ফরহাদ মজহার" নাটকের অবসান হয়েছে, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতায় অভয়নগর থানায় নির্ভয়ে ঘুরে বেড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে এ গুম নাটকের অভিনেকে। এ গুম নাটকের প্রকৃত রহস্য উদঘাটিত হোক, পরিকল্পনাকারিরা বিচারের আওতায় আসুক, রাষ্ট্রের কর্ণধারদের কাছে আপামর দেশবাসীর একটাই প্রত্যাশা।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৮

আমি চির-দুরন্ত বলেছেন: অনেক দিন হইল বিটিভি দেখি না !!!! /:) /:) /:)

২| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬

পদ্মপুকুর বলেছেন: আমি চির-দুরন্ত বলেছেন: অনেক দিন হইল বিটিভি দেখি না !!!! /:) /:) /:)
:) :)

এই জন্যেই চলে গেলেও সামুতে ফিরে ফিরে আসতে বাধ্য হই...

৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৫২

সাদী ফেরদৌস বলেছেন: খুবই সম্ভব , হতেও পারে । ফরহাদ গং দের দিয়ে সব ই সম্ভব ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

মেমননীয় বলেছেন: চমৎকার!
আপনার তো অনেক বুদ্ধি!
চিন্তাও করি নাই।
হতেও পারে! ইসু গেম!

৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

জেকলেট বলেছেন: ভাই এই নাটক নাটক আর কত??? নয়া কিছু বানান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.