নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

আসার আলোর সন্ধানে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩


আগামী নির্বাচনে বিএনপির জন্য কোনো আশার খবর আছে কি না—এমন কৌতূহল ও উদ্বেগ দলটির নেতৃত্বের গণ্ডি পেরিয়ে সমর্থকদের মধ্যেও বাড়তে শুরু করেছে। কিন্তু এর উত্তর দলটির সিনিয়র নেতারা দিতে পারছেন না। কারণ এক-এগারোর সময়ে পড়া সংকটের মধ্যেই এখনো ঘুরপাক খাচ্ছে বিএনপি। সংগঠনকে চাঙ্গা করার জন্য কিছু কিছু উদ্যোগ নেওয়া হলেও বস্তুত আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাবাদী হওয়ার মতো কোনো কর্মসূচি ও দিকনির্দেশনা এখনো দলটির নেই। দলের নেতাকর্মীদের একত্রিত করে দলকে পুনরায় চাঙ্গা করার মতো কোন ধরনের উদ্যোগ নেওয়ার সক্ষমতাও বিএনপি হারিয়ে ফেলেছে। এখন এমন আলোচনাই বেশি দলটি নিজস্ব নেতাকর্মীদের মধ্যে। যার ফলে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক ভাবে নিজেদেরকে অসহায় মনে করছে এবং রাজপথে নেমে আন্দোলন করতে ভয় পাচ্ছে। বিএনপি এখন রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রেও পিছিয়ে আছে। ক্ষমতায় যেতে হলে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের আদলে বৃহত্তর জোট গঠনের পরামর্শ বিভিন্ন মহল থেকে এলেও বিএনপির ডাকে এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল সাড়া দেয়নি। বিএনপির নেতারা জানে ব্যাপক জনসমর্থনের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিশ্চিত না হলে আগামী দিনেও জয়লাভ করা সম্ভব নয়। খালেদা জিয়াসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি আলোচনায় আছে। তাদের মতে, জনসমর্থনের বিষয়টিতে বিএনপির আস্থা আছে, কিন্তু শুধু এর ওপর ভর করে নির্বাচনে জয়লাভ তথা ক্ষমতায় আসা সম্ভব নয়। তাই আগামী নির্বাচনে জয়লাভ করার মতো কোন প্রকার আশার আলোয় দেখছে না বিএনপির নেতাকর্মীরা।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

রানার ব্লগ বলেছেন: বি এন পি এখন অপেক্ষায় আছে কেউ একজন এসে তাদের হাতে ক্ষমতা নামক লাড্ডু তুলে দিবে, আর তারা সেই লাড্ডু চেটে চেটে ঢেঁকুর তুলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.