নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

সেনাবাহিনীর চেইন অব কমান্ড নিয়ে প্রশ্ন তুলছে এরা কারা?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৫

বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃংখল বাহিনী। এই বাহিনীর সব কার্যক্রম স্তরে স্তরে সাজানো। জুনিয়র সিনিয়রের আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে, একেই বলা হয় চেইন অব কমান্ড। ইদানিং সামাজিক যোগাযোগের মাধ্যমে সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের নিয়ে আজেবাজে মুখরোচক কথা বার্তা লেখালেখি করছে কিছু কুচক্রী মহল। যা আদৌ সত্যের লেশমাত্র নেই। যেমন বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা মেজর জেনারেল আকবর হোসেন বর্তমানে ৯ম পদাতিক ডিভিশনের (সাভার) জিওসি হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে নিয়ে নানারুপ প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সকল কাজ গুরুত্বপূর্ণ সহকারে পালন করেন। তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসাবে সৎ ও নিষ্ঠার দায়িত্ব পালন করেছেন। আমরা সবাই জানি যে, সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় কোন প্রকার রাজনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপের কোন সুযোগ নেই। সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় কোন কর্মকর্তা রাজনীতিতে জড়াতে পারেন না। চাকুরীরত অবস্থায় কেন সেনা কর্মকর্তা রাজনীতিতে জড়াবে? এটি আমার বোধগম্য নয়। কারণ সেনাবাহিনী দেশ মাতৃকার সেবায় নিয়োজিত। রাজনীতি করবে রাজনীতিবিদরা। তবে হ্যাঁ অবসরে গেলে সেটা ভিন্ন কথা। অবসরে তো আর চাকুরীর বাঁধাধরা নিয়ম থাকে না। তাহলে কেন আপনারা কিছু অসৎ মানুষ ভুয়া সংবাদ প্রচার করছেন? কোন ব্যক্তির ব্যক্তিগত জীবনে কালিমা লেপন করার অধিকার কারও নেই। সেনাবাহিনীতে কর্মরত একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো মোটেই কাম্য নয়। জেনে রাখা ভাল যে একজন জিওসি সরকারি বা বাক্তিগত যে কোন কাজে তার দায়িত্বপূর্ণ এলাকার বাহিরে আসার প্রয়োজন হলে অবশ্যই সেনাসদর হতে পূর্বে অনুমতি গ্রহন করতে হয়। এবং এক্ষেত্রে সেনাপ্রধান শুধুমাত্র তা মঞ্জুর করার এখতিয়ারভুক্ত। তাই সহজেই বোঝা যায় যে সাভারের জিওসি ইচ্ছা করলেই যে কোন সময় সাভার হতে ঢাকায় আগমন করতে পারেন না। অপর যে বিষয়টি রয়েছে তা হল যে কোন সামরিক বাহিনীর সদস্য অবসরের পরবর্তী যে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আসুন আমরা সঠিক ও সত্য বার্তা মানুষের মাঝে প্রচার করি। এতে যেমন মানষিক শান্তি পাব তেমনি জাতীয় স্বার্থে দেশের কল্যাণে অবদান রাখতে সক্ষম হব ইনশাল্লাহ।


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.