নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুরূপী

"দেহ অনাবৃত রাখা যদি আধুনিকতার বিষয় হয়, তবে পশু-পাখি পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রাণী।"

সপন সআথই

"সংসারে কিছুই চিরদিনের জন্য নহে। বৃদ্ধি হইলেই ক্ষয় আছে; উন্নতি হইলেই পতন হয়; সংযোগ হইলেই বিয়োগ ঘটে; জীবন হইলেই মরন হইয়া থাকে।"

সপন সআথই › বিস্তারিত পোস্টঃ

জীবনের জলসাঘর ছেড়ে বিদায় নিলেন মান্না দে।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬

মারা গেলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মান্না দে৷ বুধবার রাত ৩টে ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর৷



দীর্ঘদিন ধরেই বুকের সংক্রমণজনিত সমস্যা ও কিডনির সমস্যয় ভুগছিলেন তিনি৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, ৮ জুন তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তাঁর চিকিত্সা চলছিল৷ বিভিন্ন ভাষায় প্রায় সাড়ে তিন হাজারের মতো গানে কন্ঠ দিয়ে শ্রোতাদের মন ছুঁয়ে নিয়েছেন কিংবদন্তি শিল্পী৷ সারা জীবনে দাদাসাহেব ফাল্কে, পদ্মভূষণ ও পদ্মশ্রীর মতো সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে৷ মান্না দে-র প্রয়াণে তাঁর অনুরাগী ও শিল্পীমহলে শোকের ছায়া৷

১৯১৯ সালে ১ মে জন্মগ্রহণ করেন মান্না দে৷ পড়াশোনা কলকাতার স্কটিশচার্চ ও বিদ্যাসাগর কলেজে৷ ছোটবেলা থেকেই সঙ্গীতের মোহে আচ্ছন্ন ছিলেন মান্না দে৷ কাকা কৃষ্ণচন্দ্র দে-র কাছেই হাতেখড়ি৷ কাকার হাত ধরেই ১৯৪২ সালে পা রাখেন মুম্বইয়ে৷ কাকার সঙ্গে কাজ করতে করতেই নজরে পড়ে যান শচীন দেববর্মনের৷ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের তালিম নেন উস্তাদ আমান আলি খান ও উস্তাদ আব্দুল রহমান খানের কাছে৷ ১৯৪৩ সালে তামান্না ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন মান্না দে৷ অভিষেকেই মান্না দে-র গলা মন ছুঁয়ে যায় শ্রোতাদের৷ তারপর আর পিছনে তাকাতে হয়নি।আজ দুপুরেই বেঙ্গালুরুতে শেষকৃত্য হবে মান্না দে-র। সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত বেঙ্গালুরুর রবীন্দ্র কলাকেন্দ্রে তাঁর মৃতদেহ শায়িত থাকবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫

কোবিদ বলেছেন:
কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দে এর জন্য
গভীর শ্রদ্ধা।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

সপন সআথই বলেছেন: সকালে খবর টি দেখে মনটায় dukkho pelam onek :(

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রচন্ড মন খারাপের একটি সংবাদ। অনেক খারাপ লাগছে।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

সপন সআথই বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.