নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুরূপী

"দেহ অনাবৃত রাখা যদি আধুনিকতার বিষয় হয়, তবে পশু-পাখি পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রাণী।"

সপন সআথই

"সংসারে কিছুই চিরদিনের জন্য নহে। বৃদ্ধি হইলেই ক্ষয় আছে; উন্নতি হইলেই পতন হয়; সংযোগ হইলেই বিয়োগ ঘটে; জীবন হইলেই মরন হইয়া থাকে।"

সপন সআথই › বিস্তারিত পোস্টঃ

১৫ টি গাছ, যা আপনার বাড়ির বাতাসকে শুদ্ধ করবে এবং কান্সার বা ঘা থেকে দূরে রাখবে।

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

প্রথমে একটু জেনে নেই, আমাদের বাতাসে কোন ধরনের দূষিত পদার্থ আছে, এবং সেখান থেকে কি কি ক্ষতি হতে পারে।

link: here



ফরমালডিহাইডঃ এই গ্যাস থেকে শরীরের বিভিন্ন অংশে জ্বালাভাব হতে পারে। যেমন চোখের জ্বালা। এমনকি এর থেকে নাকের ক্যান্সার ও হতে পারে।

বেঞ্জিনঃ রক্তচাপ বৃধি করে। এর প্রভাবে অ্যানিমিয়া বা লিউকোমিয়া হতে পারে।

কার্বন-মনক্সাইডঃ হার্ট এর এবং ব্রেইন এর জন্য ভীষণ ক্ষতিকারক।

এছাড়াও আরও বেশ কিছু পদার্থ বাতাসে মিশে থাকে, যা থেকে আপনার বমি, মাথাধরা, নখের ব্যাথা, ইত্যাদি রোগের কারন।

আসুন, জেনে নেই, কোন ১৫ টি গাছ আপানের বাড়ির বাতাস কে শুদ্ধ করতে পারে।

আসুন, জেনে নেই, কোন ১৫ টি গাছ আপানের বাড়ির বাতাস কে শুদ্ধ করতে পারে।



১। নামঃনAloe vera plant

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে ফরমালডিহাইডকে শুষে নেবে!

২।Heart Leaf Philodendron Plant

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে ফরমালডিহাইড ও (VOC) শুষে নেবে!

৩। Snake Plant

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে ফরমালডিহাইডকে শুষে নেবে!

৪। নামঃ স্পাইডারSpider Plant

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে ফরমালডিহাইড, বেঞ্জিন, কার্বন-মনোক্সাইড শুষে নেবে!



৫। নামঃ Weeping Fig aka Ficus

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে ফরমালডিহাইড, Xylene, Trichorothylene শুষে নেবে!

৬। নামঃ Red-Edge Dracaena

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে ফরমালডিহাইড, Xylene, and Trichorothylene শুষে নেবে!

৭। নামঃ Bamboo Palm

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে Benzene and Trichorothylene শুষে নেবে!

৮। নামঃ Chrysanthemum

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে বেঞ্জিনকে শুষে নেবে!

৯।Golden Pothos

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে ফরমালডিহাইডকে শুষে নেবে!

১০। নামঃ Peace Lily

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে ফরমালডিহাইড, Trichorothylene, Toulene, Xylene শুষে নেবে!



১১।Azalea

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে ফরমালডিহাইডকে শুষে নেবে!

১২। নামঃ English Ivy

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে ফরমালডিহাইড ও airborne fecal matter শুষে নেবে!

১৩।Warneck Dracaena

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে varnishes and oils শুষে নেবে!

১৪। নামঃ Gerbera Daisy

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে Trichorothylene and benzene শুষে নেবে!

১৫।Chinese Evergreen

এই গাছটি আপানার বাড়ির বাতাস থেকে বহু ধরনের ক্ষতিকারক পদার্থ শুষে নেবে!

** এই গাছগুলি আপনি যেকোনো নার্সারিতেই পেয়ে যাবেন।

সুত্রঃ সবুজ সংরক্ষন

মন্তব্য ৩৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: এখনি তো আনতে মন চাইতেছে..............

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৭

সপন সআথই বলেছেন: tahole ar deri keno, ei week ei kine felun, ar kivabe mati prostut korben, ta jekhane kinben, orai bole debe.. :)

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬

নূর আদনান বলেছেন: আমারো তো ভাই এখনি তো আনতে মন চাইতেছে..............

ভাল পোষ্ট +++++

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৮

সপন সআথই বলেছেন: কিনে ফেলুন ভাই :)

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

রাধাচূড়া ফুল বলেছেন: বাহ! পোস্ট পড়ে খুব ভালো লাগল।

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০

সপন সআথই বলেছেন: onek dhonnobad :)

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

বাধা মানিনা বলেছেন: এই সবগুলো গাছ ঢাকায় কোন নার্সারিতে এবং কত টাকার মধ্যে পাওয়া যেতে পারে?

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪

সপন সআথই বলেছেন: max gachguli e common, ami vai kolkatay thaki, tai dhakar details dite parchi na, tobe amr dharona, egulo apni kachakachi kono নার্সারিতে jogajog korle peye jaben, ar gach guli motamuti amader ekhane indian rupi te 40-50 taka per chara gach ney, asa korchi khub besi dam hobe na. sob gulo na parle o, koyekti apni kine felte parben, suvo kamona roilo :)

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০

মেঘলা আমি বলেছেন: চমৎকার। জানিনা সবগুলো হাতের নাগালে পাবো কিনা । তবে এমন চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

সপন সআথই বলেছেন: 5-7 ta apni peye jaben sure, :) . onk dhonnobad post ti porar jonno :)

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৫

হাসিব০৭ বলেছেন: গছ এমনিতেই ভাল লাগে, দেড় বছর আগে একটি গোলাগের চারা কিনেছিলাম ৭০ টাকা দিয়ে। আজও সেটা ফুল দিয়ে যাচ্ছে

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

সপন সআথই বলেছেন: আমার ও এই বিষয় নিয়ে খুব আগ্রহ। গোলাপ গাছ অনেকদিন বাঁচে। ফুলের গাছ নিয়ে আপনি interested হলে, Gerbera Daisy বা Chrysanthemum গাছটি লাগাতে পারেন। শুভেচ্ছা রইল।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৯

ত্রিদীব বলেছেন: প্রিয়তে রাখলাম 8-|

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬

সপন সআথই বলেছেন: ধন্যবাদ বন্ধু। :)

৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: + + +

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সপন সআথই বলেছেন: ধন্যবাদ বন্ধু।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

হাসান মাহমুদ তানভীর বলেছেন: ++++++++++++

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সপন সআথই বলেছেন: ধন্যবাদ বন্ধু।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্ট। পোষ্টে ++++++++++++++

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

সপন সআথই বলেছেন: ধন্যবাদ বন্ধু। :)

১১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

বশর সিদ্দিকী বলেছেন: কিছু দিন ধরে ভাবতাছিলাম কিছু গাছ কালেকশন করব। আপনার পোস্টটা উপকার করবে।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

সপন সআথই বলেছেন: aponar upokar korte pere dhonno holum, amr suvechha roilo :)

১২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার পোষ্ট।

সোজা প্রিয়তে....


+++++++++++++++++++++++++++++

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৮

সপন সআথই বলেছেন: ধন্যবাদ বন্ধু।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩১

েবনিটগ বলেছেন: ++++

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২

সপন সআথই বলেছেন: ধন্যবাদ বন্ধু।

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮

হেডস্যার বলেছেন:
সুন্দর :)

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫

সপন সআথই বলেছেন: আমার pronam neben SIR

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮

সপন সআথই বলেছেন: post ti apnar kaaje lagle, setai amr boro prapti. :)

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯

ড. জেকিল বলেছেন: কাজের পোস্ট। গাছ কিনলে কাজে দিবে।

ভালো থাকবেন।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

সপন সআথই বলেছেন: আপনি ও ভালো থাকবেন।

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪

সোহেল রনি বলেছেন: অসাধারন পোস্ট +

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

সপন সআথই বলেছেন: ধন্যবাদ বন্ধু।

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

সপন সআথই বলেছেন: ধন্যবাদ sobaike

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

জাগতিক ভালবাসা বলেছেন: অসাধারন

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪

সপন সআথই বলেছেন: onek dhonnobad :) valo thakben

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.