নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুরূপী

"দেহ অনাবৃত রাখা যদি আধুনিকতার বিষয় হয়, তবে পশু-পাখি পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রাণী।"

সপন সআথই

"সংসারে কিছুই চিরদিনের জন্য নহে। বৃদ্ধি হইলেই ক্ষয় আছে; উন্নতি হইলেই পতন হয়; সংযোগ হইলেই বিয়োগ ঘটে; জীবন হইলেই মরন হইয়া থাকে।"

সপন সআথই › বিস্তারিত পোস্টঃ

মারা গেলেন ক্রিকেটার ফিল হিউজ

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০



ক্রিকেটের যুদ্ধে বহু বার জিতলেও ক্রিকেটই কেড়ে নিল ফিল হিউজের প্রাণ। মাথায় মারাত্মক চোট কেড়ে নিল অস্ট্রেলিয়ার এই পঁচিশ বছরের তরুণ ওপেনারের জীবন।

মাইকেল ক্লার্কের চোটের জন্য ভারতের বিরুদ্ধে তাঁর জাতীয় দলে ডাক পাওয়ার বিষয়ে নিশ্চিত ছিলেন সবাই। নিজেকে প্রমাণ করতে শেফিল্ড শিল্ড খেলতে নেমেছিলেন তরুণ এই অস্ট্রেলীয় ওপেনার। টেস্ট দলের অনিয়মিত সদস্য বোধহয় ভেবেছিলেন, নিজেকে এ বার প্রমাণ করে দেবেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)-এ সাউথ অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের সেই ম্যাচে ৬৩ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রায় নিখুঁত ব্যাটিংয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রায় নিশ্চিত দেখাচ্ছিল তাঁকে। সেই সময়েই শন অ্যাবটের একটি বাউন্সারে হুক করতে গিয়ে চোট পান ফিল। মাথার পিছন দিকে কানের ঠিক নিচে বল লেগে ছিড়ে যায় মস্তিস্কে রক্ত যাওয়ার প্রধান শিরা। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পরই মাঠে হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে যাওয়া সেন্ট ভিনসেন্ট হাসপাতালে। প্রথম থেকেই তাঁর শারীরিক অবস্থা ছিল সংকটজনক। মাথায় অস্ত্রোপচারের পর রাখা হয়েছিল কৃত্রিম কোমায়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর জানান অস্ট্রেলিয়া জাতীয় দলের চিকিত্সক পিটার ব্রুকনার। ফিলের মৃত্যুর খবর দিয়ে তিনি জানান, মঙ্গলবার চোট পাওয়ার পর থেকে কখনওই জ্ঞান ফেরেনি তাঁর।

ক্রিকেট মাঠে এর আগে বেশ কয়েক বার বড় দুর্ঘটনা হলেও মৃত্যুর ঘটনা মাত্র দ্বিতীয় বার ঘটল। ষোলো বছর আগে ফেব্রুয়ারি মাসে আবাহনী ক্রীড়াচক্রের হয়ে ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করার সময়ে মাথায় চোট পেয়ে মারা যান ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা। সে ক্ষেত্রে অবশ্য তাঁর হেলমেট ছিল না। ফিলের ক্ষেত্রে হেলমেট থাকা সত্ত্বেও ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। তরুণ হিউজ অস্ট্রেলীয় ক্রিকেটমহলে ছিলেন খুবই জনপ্রিয়। টেস্ট অভিষেক ২০০৯ সালে। দেশের হয়ে ২৬টি টেস্ট এবং ২৫টি ওয়ান ডে খেলেছেন হিউজ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

বাউল আলমগী সরকার বলেছেন: বড়ই দুঃখজনক

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

সপন সআথই বলেছেন: সকালে খবরটা দেখে মনটা খারাপ হয়ে গেলো।

২| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

মামুন রশিদ বলেছেন: দুঃখজনক । ক্রিকেটে সেফটির ব্যাপারটা আরো ভাবতে হবে ।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

সপন সআথই বলেছেন: safety kom kothay chilo, tao durghotona ta ghotei gelo :/ vaggo bodh-hoy ekei bole !!

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: খুব খারাপ লাগলো :(

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

সপন সআথই বলেছেন: jiboner surutei ses hoye gelo...

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

এনামুল রেজা বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

সপন সআথই বলেছেন: :(

৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

সোহেল মাহমুদ বলেছেন: মনখারাপের খবর। দু:খজনক।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

সপন সআথই বলেছেন: :(

৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০

সোহানী বলেছেন: হাঁ ক্রিকেটে সেফটির ব্যাপারটা আরো ভাবতে হবে । সহমত... হেলমেট থাকা অবস্থায় এতো বড় দূর্ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। অবশ্যই আবারো ভাবতে হবে সেফটির ব্যাপারটা। এভাবে কোন দেশেরই ক্রিকেটাররা অকালে চলে যাক তা মেনে নেয়া যায় না কিছুতেই।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

সপন সআথই বলেছেন:
life is just not fair sometimes..

৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: খবরটা শুনে খুব খারাপ লাগছে। কারণ সে নতুন এবং ভালই খেলছিল।

সবচেয়ে দুঃখজনক, সে সময় তাঁর বাবা/মা মাঠেই দর্শক হিসেবে ছিল।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

সপন সআথই বলেছেন: Phillip Hughes 63 Not Out FOREVER

৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

আমি তুমি আমরা বলেছেন: দুঃখজনক। খবরটা জেনে খারাপ লাগল।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

সপন সআথই বলেছেন: :(

৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: দুঃখজনক। খবরটা জেনে সত্যিই খারাপ লাগলো।

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

সপন সআথই বলেছেন: :( Cricket fraternity mourns the death of the Australian batsman.

১০| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

 বলেছেন: বড়ই দুঃখজনক

২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

সপন সআথই বলেছেন: terribly sad!

১১| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: তার আত্বার মাগফেরাত কামনা করি , তার পরিবার এবং বন্ধুদের শোক কাটিয়ে উঠার শক্তি কামনা করি !

১২| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
পরপারে সে ভালো থাকুক। কামনা করি ।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

কলমের কালি শেষ বলেছেন: অত্যন্ত দুঃখজনক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.