নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

কবিতা মানে

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

কবিতা

শুধু ছন্দোবদ্ধ কিছু

শব্দমালা নয় ।

নয় শুধু গদগদ

মিছে প্রণয় ।



শুধু নয়

সুরের ঝংকার

কবির নির্বাক মুখে তা

লিখতে পারার অহংকার ।



কবিতা মানে দেশ

কবিতা মানে যুদ্ধ

কবিতা মানে অনাচারের

প্রলয় স্তব্ধ ।



কবিতা শুধু নয়

তুমি আর আমি

কবিতা মানে কি তবে

বৃথাই পাগলামি ?



কবিতা মানে মানবতা

কবিতা মানে আর্তের কথা

কবিতা ভাঙ্গে নির্যাতিতের

নিষ্ঠুর নিরবতা ।



কবিতা মানে ঘুমহীন চোখে

রাত্রি জেগে থাকা

কবিতা মানে ভর দুপুরে

শুন্য হৃদয় খাঁ খাঁ ।



কবিতা মানে নষ্টের ব্যথা

কবিতা মানে শিষ্টের কথা

কবিতা মানে উষ্ণ মনের

অদ্ভূত শীতলতা ।



কবিতা যোগাক মনের খোড়াক

আধার রাতে চাঁদের জোনাক

বৃষ্টি ভিজে , তারার ভাজে

ভূল বাতাসে মন ভেসে যাক ।



জোছনা দেখার বিলাসিতা

না হোক আজ কাব্যকথা

মায়ের কোলের অভূক শিশুই

হোক কবিতার খেরোখাতা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

হাসান ফেরদৌস বলেছেন: কবিতা যোগাক মনের খোড়াক
আধার রাতে চাঁদের জোনাক
বৃষ্টি ভিজে , তারার ভাজে
ভূল বাতাসে মন ভেসে যাক ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

বিষাদ সজল বলেছেন: হুঃ !!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.