নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

নারী

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

নারী , তুমি জননী

সন্তানের দিকে চেয়ে কভূ

সুখ খোজনি ।



নারী , তুমি প্রেয়সী

মুখে মধু হৃদয়ে

বিষেরও বাশি ।



কখনো তুমি অমানিশা

কখনোবা আধারে

বিদিশার দিশা ।



নারী , তুমি কিশোরী

কঠিন কথায়ও খুজে ফের

সুরলহরী ।



নারী , তুমি বালিকা

কখনো হও বোন

কখনো শ্যালিকা ।



নারী , তুমি জায়া

সর্বাঙ্গে মেখে রাখ

আহাঃ

কী অপরুপ মায়া ।



নারী , তুমি বহুরুপী

কখনো মাতা মরিয়ম

কখনো পাপী ।



নারী , তুমি সীতা

সতী হয়েও এ সমাজে

তুমিই ধর্ষিতা ।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

এহসান সাবির বলেছেন: ওহ! খুব ভালো। শুভেচ্ছা রইলো।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

বিষাদ সজল বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করলাম ।
ধণ্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: অসম্ভব ভাললাগা +

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ পরিবেশ বন্ধু ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন। এরা ধর্ষিতাদের প্রত্যক্ষভাবে অপমান করে। বিশেষ করে উক্ত পোস্টে

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

বিষাদ সজল বলেছেন: ভাই ইখতামিন পোস্টটি পড়তে পারলামনা তার আগেই সরিয়ে ফেলা হয়েছে । তবে মুলকথা যাই হোক তারাতো (ধর্ষিতারা) আমাদেরই মা-বোন । কেউ যদি সেটা অস্বীকার করে তবে সে হয়তো কোন মায়ের সন্তান না ।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

হাসান ফেরদৌস বলেছেন: নারীর রুপ বিভিন্নভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন কবিতায়। ভালো লাগল

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

বিষাদ সজল বলেছেন: কষ্ট করে আমার অনেকগুলো কবিতাই পড়েছেন মনে হয় ।
তাই কৃতজ্ঞতা রইল ।
ভাল থাকবেন দিবানিশি ।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো সজল।
কয়েকটা টাইপো আছে, সময় করে ঠিক করে নিয়েন।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

বিষাদ সজল বলেছেন: ভাই এত্ত বড় মানুষ ব্লগে ঘুরে গেলে অনুপ্রাণিত হই ।
আলাউদ্দিন ভাই কিছু মনে না করলে ভুলগুলো একটু ধরিয়ে দিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.