নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

কংস নদের তীরে (রিপোস্ট)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

কংস নদের তীরে

একদিন সারাটা বিকেল ধরে

খুজছিলাম কাকে ?

বয়ে চলা

পাল তোলা

নৌকার ভীড়ে

মাঝির ভাটিয়ালী সুরে

এদিকে সেদিকে ।



নদীর রুপোলি জলে

ছিল সূর্যের প্রচ্ছায়া

দিগন্তে মিশেছে আকাশ

কী নিষ্পাপ মায়া ।



সেই জলে পা ভিজিয়েছিলে তুমি

আর আমি দুফোটা কান্না

কান্না তোমায় ছুয়ে গেল

আমার আর কিছুই চাইনা ।



একই বাতাসে

নিঃশ্বাস নেই

তুমি আর আমি

একই আকাশের নীচে মোদের

একই চারণভূমি ।



আর কোন দুঃখ নেই

তোমারি তফাতে

জেনে গেছি আজো ভিজি

একই জোছনাতে ।



সেই কংস নদের তীরে

বয়ে চলা বাতাস দলে দলে

ছেড়া ছেড়া সুখগুলো

আজো বুনে চলে ।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

ফারাহ দিবা জামান বলেছেন: একই বাতাসে
নিঃশ্বাস নেই
তুমি আর আমি
একই আকাশের নীচে মোদের
একই চারণভূমি ।=======

গভীরতা আছে বিষাদ সজল।
সুন্দর!

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.