নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

আবারো নীতুর সাথে

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

বেশ ক’বছর পর

আবারো নীতুর সাথে দেখা ।

আমি হাটছিলাম

রাস্তা ধরে একা ।



মসজিদ রোডের পাশে

ঠিক বেলা শেষে

রিকশায় চড়া

দুটি মানবমূর্তির নিবিড়তা দেখে

বেশ কৌতুহলেই তাকিয়েছিলাম ।



তখনি হঠাৎ করে

সমস্ত শিরদাড়া বেয়ে

একটা বজ্রাঘাত ।



বড় অসহনীয়

চোখ সরাতেই মোহনীয়

সেই সুরে

নাম ধরে

ডেকে উঠল

পালাবার পথটা বোধ হয়

রুদ্ধই হয়ে গেল ।



কাছে গেলাম

নীতু

সেই পুরনো নীতু

কতদিন পর দেখা

কতকাল আমি একা ।



বোকা বোকা চেহারার

এক যুবকের সাথে

দিল পরিচয়

কতক্ষণ করতে হল

মিছে অভিনয় ।



বুঝি বড় ভাল আছে

শুধু এ বুকেই আগুন

কেটে গেছে স্বপ্নে বোনা

কতশত ফাগুন ।



হাসি খুশি

ছিল বেশ প্রাণোচ্ছল

কি জানি ওটা কি

লোক দেখানো ছল ?!?!



তবু তার

ঠোট দুটি কাপছিল

চোখের ভাষাও ছিল

ভীষণ এলোমেলো ।



হঠাৎ কথা হারিয়ে গেল

দু’জনারই

অথচ অভিনয়টা ছিল

বেশ প্রত্যয়ী ।



আবেগ হয়তো আর

বাধ মানেনি

তাইতো লোকদেখানো শিষ্টাচারেও

থেমে থাকেনি ।



চলে এলাম

রেখে বিদায়ের সামান্য আনুষ্ঠানিকতা

ততক্ষণে একা মনে

চলে আসে স্তব্ধতা ।



হয়তো হেরেই গেলাম

আজ আমি পরাজিত

তবু কেন দুঃখগুলো

ঘিরে থাকে অবিরত ।





(ছবি সংগৃহীত)

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

মাহী ফ্লোরা বলেছেন: কষ্টটা মন ছুঁয়ে গেল।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

বিষাদ সজল বলেছেন: কষ্ট শেয়ার করলে মন হালকা হয় ।
তাই কাব্যেই শেয়ার করলাম ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব ভাল লেগেছে

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আপু ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

শান্তা273 বলেছেন: কবিতায় ভালোলাগা রইল অনেক!

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ শান্তা273

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

অপু তানভীর বলেছেন: কষ্ট মন ছুয়ে গেল । :(

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

বিষাদ সজল বলেছেন: কষ্ট থেকেই ভাললাগা স্মৃতি খুজে নিতে হয় ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

রানা০৯ বলেছেন: ++++++++++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ .............

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: ভাললাগা কষ্টের ভিতর
ভালবাসার আদ্রতায় কাঁপে অন্তর
সেই অজেয় প্রেম
স্মৃতির ধুসর ফ্রেম ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

বিষাদ সজল বলেছেন: ঠিকই বলেছেন ।
ভালবাসায় চির বিষাদ জড়িয়ে থাকে ।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

বটবৃক্ষ~ বলেছেন: অপু তানভীর বলেছেন: কষ্ট মন ছুয়ে গেল ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

বিষাদ সজল বলেছেন: ভালবাসার মত পবিত্র মন আছে বলেই আপনি কষ্টটা অনুভব করতে পারছেন ।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

ক্লিকবাজ বলেছেন: কিছু কষ্ট থাকে যা সহ্য করা যায় না, আবার কাউকে বলা যায় না।
..........................ভালো থাকবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

বিষাদ সজল বলেছেন: কীভাবে ভাল থাকি ভাই ।
কষ্টেরা প্রতিনিয়ত পোড়ায় ।
তবু তা বলে যাই
কাব্যের ভাষায় ।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

তামিম ইবনে আমান বলেছেন: ভালো লাগা

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ তামিম ইবনে আমান ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

নীলফরিং বলেছেন:

কবিতায় ভালোলাগা। ছবিটার দেখে মন হুহু করে উঠল।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

বিষাদ সজল বলেছেন: দুঃখিত নীলফরিং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।
আগে উল্লেখ করা হয়নি ।
এখন করে দিলাম ।
কবিতাটি পড়ার জন্য ধণ্যবাদ ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

বিষাদ সজল বলেছেন: দুঃখিত নীলফরিং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।
আগে উল্লেখ করা হয়নি ।
এখন করে দিলাম ।
কবিতাটি পড়ার জন্য ধণ্যবাদ ।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

শায়মা বলেছেন: অনেক সুন্দর!!!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আপু ।
লেখায় এত বড় মানুষের মন্তব্য অনুপ্রেরণা যোগায় ।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

রাইসুল নয়ন বলেছেন: ভাই,
আমিও এই একই গল্পের নায়ক,
নিতুরা !!
ভালোই থাকে, ওরা দেয়ালের মতো, ভিতরটা কঠিন থেকে কঠিনতর :(

আর আমরা,
নারিকেলের মতো, বাহিরটা ভীষণ শক্ত, ভেতরটা নরম ।।

নীতু'রা ভালো থাকুক, কারণে-অকারণে, বর্ষায় বা তীব্র রোদে ।।
আমরা জ্বলতে থাকবো আজন্মকাল,
লেখার আবেগ আমায় ভীষণ আঘাত করলো, তাই
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

বিষাদ সজল বলেছেন: জীবন মনে হয় এমনই ভাই ।
ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.