নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

ভুলে থাকা

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

চাইলেই ভোলা যায়না

হয়তো এড়িয়ে চলা যায়

পাতা যেমন ঝড়ে যেয়ে

পরে শুকায় ।



সময়ের স্রোতে হয়তো

স্মৃতি হারায়

স্বপ্নেরা পালিয়ে পিছে

থেমে দাড়ায় ।



বলে বলে তো

ভোলা যায়না

তা কি এতই সোজা

মনের ফ্রেমটা ধূসর হয়ে আঁকে

ফিনিশীয় মৃত্যুর বোঝা ।



হৃদয় দিল খুলে

পৃথিবী গেল তা ফেলে

তিক্ত অভিমানে

আলভোলা মনে

অথবা পিছুটানে ।



তবু মনে পড়ে

ক্ষয়ে যাওয়া কথা

কাঁচ ভাঙ্গার শব্দে ভাঙ্গে

নিশ্চুপ নীরবতা ।



কখনো আহ্লাদী বাতাস

ছড়ায় বিষণ্ণ দীর্ঘশ্বাস

উৎসাহী গাংচিলের দল

মাতায় স্তম্ভিত আকাশ ।



মনের কথা

হয়তো ভোলা যায়

কিন্তু দেহজ স্মৃতি

করে আকুতি

বেঁচে থাকার

শরীর কথা বলে ওঠে

করে আর্তচিৎকার ।



প্রতিটি শিরা উপশিরায়

রক্তের শোণিত ধারায়

বয়ে চলে যে আগুন

নেভানোর যণ্ত্রনাটা তার

লাগে শতগুন ।



তবু থেমে থাকা নয়

থাক যত বাধা ভয়

জীবন চলবে তারই মত

থাকুকনা স্মৃতি যত ।



অস্থিরতা পিছু ঠেলে

বেঁচে থাকার মণ্ত্র নিয়ে

গাই জীবনের কাব্য

মন তোলপাড় ঝড় নিয়ে

থাকি তবু সভ্য ।









(ছবি সংগৃহীত)



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

ফ্রেয়া রুনি বলেছেন: ভুলে যাওয়া সহজ নয় , তবুও ভুলে থাকতেই হয় , হয়তো একটি মাত্র জীবনের এই একটি দাবীই রয়ে যায় ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

বিষাদ সজল বলেছেন: হয়তো ঠিক ফ্রেয়া রুনি
ভূলে থেকেই স্বপ্ন বুণি ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

আশিক মাসুম বলেছেন: চাইলেই ভোলা যায়না




চরম সত্যি কথা B-)

কবিতা ভাল হইছে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আশিক মাসুম ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
ভুলে থাকতে পারিনা অনেক কিছুই

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

বিষাদ সজল বলেছেন: ভুলে থাকার চেষ্টাটা মনে হয় বৃথাই ।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

হাসান ফেরদৌস বলেছেন: সুন্দর কবিতা

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ হাসান ফেরদৌস ভাই ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

রাইসুল নয়ন বলেছেন: ভুলিতে পারিনা তারে ভোলা গেলো না :) :)

কি করবো কবি মস্তিস্কের অনেক জায়গা যবর দখল করে নিয়ে গেছে তার পোড়া স্মৃতি ।।

ভালো থাকুক, ওরা, না মরুক, বেঈমান মরেনা।

এইভাবে বলার জন্য আমি দুঃখিত ।।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

বিষাদ সজল বলেছেন: নয়ন ভাই
গহীন রাতে
নিরবে নিভৃতে
সেই স্মৃতিটুকুই থাকে একমাত্র সঙ্গী
থাকুকনা
একা থাকার চেয়ে
সে তো
খুব বেশি মন্দ না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.