নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

নষ্ট প্রেমের কাব্য

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

জমে যাওয়া জীবন

আশা নেই , স্বপ্ন নেই

শুধুই ব্যর্থতায় অবগাহন ।



মরে গেছে সব স্পৃহা

ক্ষয়ে গেছে বাঁচার হিয়া ।



আজ আর কারো ভালবাসার

নেই প্রয়োজন

চারিদিকে ঘোর

অমানিশার আয়োজন ।



শায়িত সব একাকী প্রহর

বেড়েই চলছে কষ্টের বহর ।



ঘটা করে যত সময়

হয়ে গেছে অপচয়

তোমারই খোজে ।

পাব কি ধরতে তারে

সকাল সাঝে ?



চুপিসারে

গেছে সরে

সেই প্রিয়মুখ ।

আসবেনা ফিরে

চলে গেছে দুরে

পেয়েছে কি সুখ ?



কোন অজানায়

দুর নীলিমায়

খুজব তাকে ?

কিছু কথা

রয়ে গেছে

জীবনের বাঁকে ।



থাক না কিছু স্মৃতি

সেই ভাল

আধারের পাশে থাক

কিছুটা আলো ।



কিছুটা নষ্ট প্রেমের কাব্য

হোক রচিত

ঝড়ে যাওয়া শুভ্র কষ্টের মতো

হৃদয়ে থাক খচিত ।



( ছবি সংগৃহীত )





মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

সারাবেলা। বলেছেন: খুব সুন্দর লিখেছেন

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ।
সারাবেলা ভাল থাকবেন ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

শান্তা273 বলেছেন: থাক না কিছু স্মৃতি
সেই ভাল
আধারের পাশে থাক
কিছুটা আলো ।

ভালো লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ শান্তা
ভরে গেল মনটা
নামের সাথে এটা কি
টু-সেভেনটি-থ্রি ?

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কিছুটা নষ্ট প্রেমের কাব্য
হোক রচিত
ঝড়ে যাওয়া শুভ্র কষ্টের মতো
হৃদয়ে থাক খচিত।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

বিষাদ সজল বলেছেন: শুভ্র কষ্টেরা দিবানিশি
হৃদয়ে করুক আকিবুকি ।
ধণ্যবাদ আলাউদ্দিন ভাই ।
ভাল থাকবেন ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

রাইসুল নয়ন বলেছেন: কবিতা দারুণ লাগলো কবি,,
আপনার কবিতা আমার কবিতার থেকে ভিন্ন ধাঁচের কিন্তু কষ্ট কাছাকাছি ।।

তাই পড়তে ভাললাগে অনেক ।

ভালো থাকুন।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

বিষাদ সজল বলেছেন: ভাই কষ্টের অনুভূতি তো সবার জন্যই এক ।
কী শুভ্র ? কী নিগ্রো ?
কী ধনী ? কী মানী ?
হয়তো আমরা একই ব্যথা বয়ে চলছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.