নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ থেকে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

শাহবাগ থেকে আজ

প্রজন্ম চত্বর

লাখো জনতা এক হয়েছে

যেন ফিরেছে আবার একাত্তর ।



এই অহিংস আন্দোলনে

ছিল বিবেক

ছিল তারুন্যের আবেগ

ছিল দেশের তরে স্বীকার করে

নিঃস্বার্থ ত্যাগ ।



বাবা এনেছে ছোট্ট ছেলেকে

স্বাধীনতার দীপ্ত মণ্ত্রে

উজ্জীবিত করতে

আর সন্তানসম্ভবা মা

সেও নাকি এসেছে নিতে

শুভ্র চেতনা ।



মাথা লালসবুজ পতাকায় মোড়া

স্লোগানে আজ মেতেছে যারা

তারা নাকি ফেসবুক প্রজন্ম ।

তবু দেখছে এ ধরা

প্রয়োজনে তারা

হতে পারে বন্য ।



কী ভীষণ স্পর্ধা তাদের

জ্বলছে অনির্বাণ ।

নেই কোন ঢালতলোয়ার

নেই সশস্র কোন হাতিয়ার

শুধু আছে দেশমায়ের প্রতি

অবারিত এক টান ।



নাটক, সিনেমা আর বই পড়ে

শুনেছিল যারা

স্বাধীনতার কথা

তাদের আহবানে

নতুন করে

লিখা হল ইতিহাসের পাতা ।



এ যেন আরেক যুদ্ধ

আলবদর আর রাজাকারকে

করতে হবে জব্দ ।



আজ শুধুই ফাসির দাবি

রংপুর থেকে এসেছে

সায়রা ভাবী

পরনে স্বামীর দেয়া

শেষ স্মৃতি

সেই লাল ডুরে শাড়ি ।



নিতাই চন্দ্র দে

বয়সের ভারে পড়ছে নুয়ে

বারকয়েক নাকি

গিয়েছে পড়ে

তবু এসেছে ফরিয়াদ নিয়ে ।

চোখের সামনে জ্বলছিল

মা আর বোনের

সম্ভ্রম হারাবার ক্রোধ

এবার এসেছে সময়

নিতে হবে তার শোধ ।



সময়ের আজ সন্ধিক্ষণ

মিছিলে আজ লাখো জনতা

করেছে নিজকে সমর্পণ ।

নেই কোন আর ভয়

দেশ বাঁচানোর নতুন করে

নিয়েছে প্রত্যয় ।



মুছে যাবে সব পাপ

থাকবেনা তার রেশ

রাজাকার মুক্ত বাংলাদেশ

ছিল শুরু হবে শেষ ।





(ছবি সংগৃহীত)



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জয় বাংলা।
ফাঁসী চাই, ফাঁসী চাই, সব রাজাকারের ফাঁসী চাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

বিষাদ সজল বলেছেন: সহমত ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

বিষাদ সজল বলেছেন: অনেক দিন পর যাযাবর ভাই ।
লিখা তো ভালই লাগল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.