নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

নীতুকথন-৯

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

আরো একটা বসন্ত

কেটে গেলো

আরো কিছু

রোদেলা ক্ষণ

নীতুহীন

শুণ্য জীবন

তবু কেন

এত আয়োজন ?



নীতু নেই তাই

ভ্যালেন্টাইনের মত

ভালবাসা যায়না

তার শুণ্যস্থানটায় যেন

আর কাউকে

ঠিক মানায়না ।



হয়তো তার প্রতি

অভিযোগ ছিল

ছিল অভিমান

ভালবাসাটাও ছিল তবু

পাহাড়সমান ।



কত কেউ এসে

গেছে এ বুকে আলোড়ণ তুলে

কিন্তু সুনামি একবারই হয়েছিল

সেই সময়টাই হয়তো

শ্রেষ্ঠ ছিল ।



দূর্বাঘাস যেমন

আকাশের বিশালতা ছেড়ে

বাতাসকে বিমুখ করে

মাটিতে মিশে

আমিও শুধু তোমাতেই মিশি

বাকী সব ছুড়ে ফেলে

পদাঘাতে পিষি ।



কী সব দিন ছিল

আহাঃ

ক্লান্তিহীন পথচলা একসাথে

কনিষ্ঠ অঙ্গুলীর এতটুকু ছোয়া পেতে

কত অভিনয়

কত অকারন লাজ ভয় ।



কতদিন দেখিনা তাকে

হয়তো হারিয়ে গেছে

জীবনেরই বাকে ।



আজো যখন

স্তিমিত সূর্যের মতন

বিবর্ণ এ মন

তেজোদীপ্ত সেই মুখটি

শুধুই করে বিচরণ ।



একাকী থাকার

অভ্যস্ত জীবনে

কিছু সুখস্মৃতি

থাকে সঙ্গোপনে

হৃদয় এর একান্ত গহীনে ।



নীতুকে ভালবাসি

তাকে ভালবাসা

ছয় দেয়ালের বদ্ধ ঘরে

নেইতো কারো যাওয়া আসা

শুধুই আমি ছন্নছাড়া ।



তবু আমি বাঁচতে চাই

দুঃখের অমানিশা কাটা

মুক্ত আকাশ চাই

পিদিমের চঞ্চলতা চাই

খোলা হাওয়ায় কৃষ্ণচূড়ার

আগুন লাল উদ্দীপনা চাই ।



আমি বাঁচতে চাই

বেঁচে থাকার মত

হোক না নীতু

কিছুটা আশাহত ।



আজ বড় অহিংস আমি

তবু নিজের ভিতর

থাকা অন্তর্যামী

করে পাগলামী ।







(ছবি সংগৃহীত)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.