নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

কাছে এসো----এসো না কাছে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

মোমের আলোয় আলোকিত ঘরটা

বাহিরে অমাবস্যা আধার

থেমে আছে শুধু সময়টা

কিসের এত লজ্জা তোমার ।



এসো কাছে আজ

প্রণয়ের তীর্থ সাজাই

স্বপ্নের পিঠে সওয়ার হয়ে

দূর অজানায়

ঐ হাওয়ায় মিশে যাই ।



কাছে এসো

উষ্ণতা দেব

দেব এক পৃথিবী সুখ

বারোয়ারী প্রেমের কাব্য না হয়

তুমুল বেগেই বাজুক ।



মিশে যাবে দুটি মন

হবে নিউক্লিয়ার ফিশন

দূরে গেলেও থাকবে রেশ

থাকবে তার অনুরণন ।



সারাটি রাত রব মায়াবী

এতটুকু ভূল হবেনা কোন

এত কাছে আসবে

তবু স্মৃতি থাকবেনা

এমনটা হবেনা জেনো ।



প্রাপ্তি রবে কিছু মুহূর্ত

থাকুক কিছু নিগুঢ় অর্থ

অপ্রকাশিত

জানতে কি তুমি আজ

ভীষণ উদ্বেলিত ?



তবে এসো না

খুব কাছে

আলোরা যেভাবে আমার

শরীরে রয়েছে মিশে ।



দেব নিবিড় আর্দ্রতা

তোমার ঠোটে

হৃদয়ের কম্পনটুকুর অজানা শিহরণ

তোমার বুকে ।



কাছে এসো

এসো না কাছে

দেব তোমায় আজকে আমি

আমার যা আছে ।









ছবি : সংগৃহীত









মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল।মন ছুঁয়ে গেল!!!!
+++++++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ।
কিন্তু কি মনে রাখব ভাই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.