নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

যদি শুনি শঙ্খধ্বণি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

ইচ্ছের নুপুর পায়ে জড়িয়ে

যদি যাই দুরে

আমি হারিয়ে

বাস্তবতার কঠিন কড়াঘাত

আমাকে আস্তাকুড়ে দেয় ছুড়ে ।



স্বপ্ন সমান

যদি না হয় বাস্তবতা

তবে কেন স্বপ্নের সাথে

এত নিবিড়তা ?



এত স্বপ্ন আহা স্বপ্ন

দিব্যলোকে উধাও

অপূর্ণতার হাহাকারে তবু

চক্ষু জলে ভেজাও ।



ডুকরে কেঁদে ওঠে

মনের যত ক্ষোভ

ইচ্ছেরা মরে যায়

থাকে তার শব ।



ক্ষীণকায় অভিলাস

সহাস্য বেঁচে থাকার আঁশ

কিঞ্চিত মানবায়ণ

তবে কি সুখ বিসর্জণ ?



কিছুই বুঝতে পারিনা

শুধুই সুখের তাড়না

তবু জানিনা

সুখটুকু কি ?

কে বা তার ফরিয়াদী

কে বা সাক্ষী ?



সুখের আভিজাত্য

তবে কি আজ বিক্রিত ?

ক্ষুদ্র কিছু আশা

যেন কিছু বলার ভাষা ।



যদি শুনি শঙ্খধ্বণি

বিষাদের তীর্থভূমি

স্বপ্নিল মৃত্যু যেন

করে শুধু হয়রানি ।



সুখগুলো চুপ করে

যদি কাঁদে বদ্ধ ঘরে

অনাহুত দুঃখগুলো

যদি দেয় হৃদয় মুড়ে

তবু থাকুক সাহস

জীবনের যাপিত রস ।



শালিকের ডানায়

উড়ে চলা যত ইচ্ছে

পেজোতুলোর মত

ভেসে বেড়ায় ।

ঠিক ততটা

না পাওয়ার হাহাকার

হৃদয় পোড়ায় ।



সময়ের চোরা স্রোতে

তবু হারায় কষ্টের তীব্রতা

তবে কেন আজ সময় ধরার

এত ব্যাকুলতা ।









ছবি: সংগৃহীত



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.