নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

মিছিলে মিছিলে প্রতিবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

আমি মুক্তি চাই

এই পরাধীনতার শৃঙ্খল থেকে

উত্তর প্রজণ্মের জন্য কিছুটা সুন্দর

যেতে চাই আমি রেখে ।



স্তন্যপায়ী হয়ে সরীসৃপের মত

বুকে ভর দিয়ে বাঁচতে চাইনা ।



আমি হতে চাই প্রতিবাদী

সকল অন্যায়,অবিচার আর শোষণের মাঠে

সমতার আবাদী ।



ভূলে যেতে চাই

স্বজনপ্রীতি,স্বার্থপরতা আর হীনমন্যতা

পৃথিবীর সব জঞ্জাল

সব ভেদাভেদ মুছে

আনব সুখের বারতা ।



কিন্তু রুটিরুজির জন্য আজ আমি

ছাপোষা এক কেরানী

আমারই উপর বেঁচে থাকে আরো

অসহায় কিছু প্রাণী ।

জলে নেমে কুমীরের সাথে তো আর

বিবাদে যাওয়া যায়না

হয়তো তা ঠিক মানায় না ।



প্রতিবাদ

আজ তাই শুধু কবির কলমেই শোভা পায়

পত্রিকার কেনা কিছু বুদ্ধিজীবির কলামে

অথবা

বিরোধী রাজনীতির সস্তা ভাষণে ।

আমার মত নিগৃহীত ছাপোষা মানুষ

প্রতিবাদী হতে পারেনা

শুধুই মুখ বুজে সয়ে যাই

যত কষ্টের যাতনা ।



কিন্তু আমি হতে চাই

পথ হারানো নাবিকের কাছে

আশার আলো হয়ে থাকা বাতিঘর

একঝাক কাকের হাকডাক দেয়া

কালো কর্কশ স্বর ।



আজ সময় এসেছে

প্রতিবাদের মিছিলে কণ্ঠ মেলাতে

তাও যদি না পারি

তবে থেকে লাভ নেই

চল আজি এ দেশ ছাড়ি ।













ছবি : সংগৃহীত



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

আলম িসিিদ্দকী বলেছেন: বাহঃ, আমিই প্রথম ।
খুবই সত্যি কথা লিখেছেন ভাই।
ভালো লাগলো আপনার লেখা।
ভালো থাকুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

বিষাদ সজল বলেছেন: ভাই কিছু কথা শুধু ভাবতে পারি ।
কিন্তু কেন জানি বলার সাহস হয়না ।
হয়তো বুকের কোনে লুকিয়ে থাকা বিবেকটা মরে গেছে ।
যাই হোক ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.