নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

সীমিত সুখ চাই

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

অনুনয় তোমার প্রতি

সব ভুলের হোক ইতি

শুরু হোক নতুন প্রত্যয়

সীমানা যেন আর

অসীম না হয় ।



কাছে থাকো সারাবেলা

সব পিছুটানকে করে হেলা ।

ব্যস্ত সময়ে আজ

তুমিও ব্যস্ত ভীষণ

মানবতার বোধটুকু তবু

থাকুক হৃদয়ে গোপন ।



বেশ্যা স্মৃতি আজ

যখন তখন

নগ্ন হয়ে তোলে

ক্ষণিক আলোড়ন ।



সেই স্মৃতি ভুলতে চাই

ঘোমটা পড়া রমণীর লজ্জা

স্মৃতির মাঝে থাকা চাই ।



স্মৃতি যেন আর না কাঁদায়

যেন আর কষ্ট না বাড়ায়

দ্রোহ না ছুলে

বল কি বা আসে যায় ।



কেন জানি সুচেতনা

হয়তো তুমিও ঠিক জাননা

কী দোষে এই পরিহাস ?

আলোকের মাঝে কেন

আধারের আভাস ?



সীমিত সুখ চাই

বিপন্ন হোক অতীত

বিবর্ণ লজ্জা ভুলে

গাই সুখের সংগীত ।



হাহাকার করে ওঠে আর্তনাদ

তবু বাঁচার যে বড় সাধ

আকাশচুম্বী স্বপ্নগুলো আজ

যেন মৃত্যুর খোলা কপাট ।



নিতান্তই প্রেমের সরলীকরণ

হারিয়ে হারানো একজন

কিম্ভূতকিমাকার দুঃখ

কেন্দ্রস্থ কোনের মতই হয় প্রশস্ত ।



তবু বাঁচতে হয়

দুঃখ ভুলে

রাত্রির আঁধারে যেমন

জোনাক জ্বলে ।



পিদিমের কম্পন

তবু হয় লুণ্ঠন

নিরন্ন বাতাস যদি

না খোলে অবগুণ্ঠন ।



সব ভুলে থাকো পাশে

যদি নাই পার

তবে স্বপ্নেই থেকো মিশে ।









ছবি : সংগৃহীত

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর!!!

++++++

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৮

বিষাদ সজল বলেছেন: অসংখ্য ভাললাগা
স্নিগ্ধ শোভন
যার কাছে রয়ে গেল
ঋণের বাধন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.