নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

অকবিতা (খেরোখাতা)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১

উদাস পথিক

পথ হারিয়ে

স্বপ্নগুলো

ঘুম পাড়িয়ে

চলতে গেলে

হোচট খেলে

একটুখানি

সময় পেলে

দিব্যলোকে

আঁধার ঠেলে

জ্বলবে আবার

নতুন বলে ।



প্রাণসখা

কাব্য কেন ?

হৃদয় মাঝে

আছো জেনো ।

ঘুম দুপুরে

হঠাৎ করে

বিবাগী মন

সঙ্গ পেলে

আধেক তোমার

ইচ্ছে মত

চুলের বাঁধন

খুলেই দিত ।



একমুঠো সুখ

হিমেল হাওয়া

করছে কেবল

পিছু ধাওয়া

উড়ছে তোমার

শাড়ীর আচল

জব্দ প্রেমে

এক দীঘি জল

আর ঐ রোদ্দূর

বৃহস্পতির

ডানায় চড়ে

উড়ছে বহুদুর ।



অনেকটুকু

এগিয়ে যেয়ে

ফিরবার আর

পথ না পেয়ে

স্তব্ধ পড়ে রই ।

মধ্যখানে

এক জীবনে

একাই রয়ে যাই ।



নাই বা আসো

তুমি কাছে

আমারওতো

জীবন আছে ।

বাঁচব আবার

নতুন করে

নতুন আশ্বাসে

ধূসর স্মৃতি

মিশিয়ে দেব

সোনালী সবুজ ঘাসে ।













ছবি : সংগৃহীত

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫

স্বপনবাজ বলেছেন: খুব ভালো লাগলো !

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ স্বপনবাজ ।

২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২

shfikul বলেছেন: +++

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৫

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ shfikul ভাই ।

৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ,ভালো লাগা দিলাম

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৫

বিষাদ সজল বলেছেন: শুনে ভাল লাগল ।

৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

বোকামন বলেছেন: ভালো লাগা ....

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৭

বিষাদ সজল বলেছেন: আবারো লিখতে ইচ্ছে করছে ভাই !!!!!!!!!!!!!!!!

৫| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস!

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

বিষাদ সজল বলেছেন: আলাউদ্দিন ভাই কেমন আছেন ?
আসলে লিখার চেষ্টা করি ।
আপনাদের মত কবিদের প্রশংসা পেলে ভালই লাগে ।
প্রেরণা পাই ।

৬| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

নেক্সাস বলেছেন: খুব খুব সুন্দর।


অনেকটা সত্যেন্দ্রনাথ দত্তের পালকী চলেরে কবিতার মতই

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ভাই ।
পারলে সত্যেন্দ্রনাথ দত্তের পালকী চলেরে কবিতাটির লিংক দিয়েন

৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।
++++++

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:০০

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ শান্তা273 .

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩২

অলওয়েজ ড্রিম বলেছেন: আর ঐ রোদ্দূর - ৪ মাত্রা
................
উড়ছে বহুদুর - ৫ মাত্রা

নতুন আশ্বাসে - ৫ মাত্রা
-------------
সোনালী সবুজ ঘাসে - ৭ মাত্রা

দল বৃত্তে বা ছড়ার ছন্দে লেখা কবিতাটি খারাপ লাগেনি। তবে পড়তে গিয়ে দুই বার হোঁচট খেয়েছি।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪১

বিষাদ সজল বলেছেন: আসলে ক্ষমা প্রার্থণাপূর্বক বলছি আমি কবিতার মাত্রা সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নই । মনে যা আসে তাই লিখে ফেলি । যদি মাত্রা দোষে দুষ্ট হয় তবে তা সংশোধন করার মত পরিমিত জ্ঞানও আমার নেই । ক্ষমা করবেন । তবে লিখাটা খুব মোনযোগ দিয়ে পড়েছেন বলে অলওয়েজ ড্রিম আপনার প্রতি রইল কৃতজ্ঞতা । ধণ্যবাদ । ভাল থাকবেন ।

৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৪১

অলওয়েজ ড্রিম বলেছেন: যদি কিছু মনে না নেন তাহলে একটা বই পড়ার সুপারিশ করব: কবিতার ক্লাস - নিরেন্দ্র নাথ চক্রবর্তী। এত সহজ করে ছন্দ সম্পর্কে আলোচনা করা হয়েছে যে একবার পড়লেই আপনি ছন্দের মাস্টার হয়ে যাবেন।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৩

বিষাদ সজল বলেছেন: আশা করি পড়ব ভাই ।
ধণ্যবাদ ।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

নাই বা আসো
তুমি কাছে
আমারওতো
জীবন আছে ।
বাঁচব আবার
নতুন করে
নতুন আশ্বাসে
ধূসর স্মৃতি
মিশিয়ে দেব
সোনালী সবুজ ঘাসে ।


অসাধারণ প্রেরণা জাগালো।

কবিতা পাঠে মুগ্ধ!!

+++++

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৬

বিষাদ সজল বলেছেন: আমিও মুগ্ধ এটা জেনে যে আপনি এতগুলো কবিতা পড়ে আবার মন্তব্য করেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.