নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

সুখেরা আজ তিরোহিত

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

আমার প্রতিটি ভোর শুরু হয়

অজানা এক ঘোরে

ইস্পিত লক্ষ্য থেকে

তবু যাচ্ছি দূরে সরে ।



এই এক ভাবি

ক্ষণকাল পরে

দেখি চেয়ে

মুছে গেছে তার সবই ।



লক্ষ্য আজ লক্ষ্যহীন

তবুতো কাটছে প্রতিটি দিন

দূর্বিসহ

যেমন করে আছি বেঁচে

প্রত্যহ ।



নিবিড়তমা

কী দেব উপমা

অনেক কিছুই আজ

বলতে যে মানা ।



আকাশের মেঘের মত

কেন তবু

চক্ষু জলে স্নাত ।



হিমঝড়ে যায় ঝড়ে

সব অভিমান

তোমার দেখা পেলে যেন

এ দেহে আসে প্রাণ ।



সুখেরা আজ তিরোহিত

বড় বেশি একগুয়ে

মনটা তবু নির্যাতিত

নীরবে সব কষ্ট সয়ে ।



রুপান্তরের জোয়ারে ভেসে

কিছুটা মুচকি হেসে

চলে গেলে

কেউ পথ চেয়ে বসে আছে

তা কি একবারও ভেবেছিলে ।



বিশুদ্ধ প্রেম নেই

শুধুই কথার সাতকাহন

লোক দেখানো অভিনয়ে

যেন কত আপন ।



নিশ্চিন্ত সুখের তরে

ছিল তোমার বিনিয়োগ

এতটুকু ভূলে তাই কি

এত অভিযোগ ।



এখন কত মান অভিমান তোমার

কত অনুযোগ

প্রতিটা দিনই নতুন কেউ

হচ্ছে যোগ বিয়োগ ।



পরাহিত যাপিত জীবন

আমি হীনে যাচ্ছে কেমন

বল ?

জানি সে জীবনেও নেই

অতটা আলো ।















ছবি : সংগৃহীত ।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

বোকামন বলেছেন: আকাশের মেঘের মত
কেন তবু
চক্ষু জলে স্নাত

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

বিষাদ সজল বলেছেন: কেন ? কেন ? কেন ?

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল:+++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩২

বিষাদ সজল বলেছেন: মনে রাখলুম ।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক সুন্দর কবিতা।
শুভকামনা রইল................

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ সোনালী ডানার চিল ।

৪| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

শুভ্র গাঙচিল বলেছেন: সুন্দর। শুভকামনা নিরন্তর।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ শুভ্র গাঙচিল ।

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

shfikul বলেছেন: +++

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ shfikul ভাই ।

৬| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: বিশুদ্ধ প্রেম নেই
শুধুই কথার সাতকাহন
লোক দেখানো অভিনয়ে
যেন কত আপন ।

সুন্দর কবিতা ভালো লাগলো

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

বিষাদ সজল বলেছেন: B-)

৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ ভালো।।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় ভাই ।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:

লক্ষ্য আজ লক্ষ্যহীন
তবুতো কাটছে প্রতিটি দিন
দূর্বিসহ
যেমন করে আছি বেঁচে
প্রত্যহ ।

অস্থির সুন্দর!!!

++++++++++++

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২০

বিষাদ সজল বলেছেন: অস্থির এই সময়ে
সবাই যখন রয়েছে ঘুমিয়ে
অস্থির কবিতা ছাড়া থাকব
বল কী নিয়ে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.