নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

নষ্ট পথে - ভ্রষ্ট হতে এসো----

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

নষ্ট পথে

ভ্রষ্ট হতে এসো

সব অহমিকা দূরে ঠেলে আজ

ধূলোর সাথে মিশ ।



মৃত্যু যেখানে সত্য

শরীর যেখানে কথ্য

গুনগুন করে

বলে যাই তারে

জীবনে চলার পথ্য ।



এসো আজ যুদ্ধে

একঝাঁক পঙ্গপাল ঘেরা

আলোকের মধ্যে ।



আজ আর কোন

বিভেদ নয়

নয় দূরে থাকা ।

মৃত্যুর সাজ

থাকে যেন আজ

তোমার হৃদয়ে আঁকা ।



পৃথিবীটা শুধু

নয় যে তোমার

সবারই বাঁচার

আছে অধিকার ।

পেতে সৎকার

করে চিৎকার

প্রতিধ্বণি হয়

লাখো জনতার ।



কিছুটা রক্ত

ঝড়ছে ঝড়ুক

পিছুটানেরা

ঝাপটে ধরুক

অশ্রু মুছে

কঠিন পথে

চলে এসো আজ

সবার সাথে ।



বিশ্ব যে আজ

গভীর কোমায়

এগিয়ে আসার

এখনই সময় ।

এখনই সময়

হিসেব কষার

কার আছে আর

কী বা দেবার ?



আর দেরী নয়

তাড়াতাড়ি

পথকে বানাও

নিজের বাড়ি

তা যত হোক

দুর্গম গিরি

শাণাও তোমার

জীবন গাড়ি ।



সব জরা আজ

ঝেড়ে ফেল

গগণ বিদারী

আওয়াজ তোল

কাঁধে কাঁধ রেখে

অনাচার দেখে

মৃত্যু সুধা

তাতেই ঢালো ।



সারা পৃথিবীর

ভীরু যত প্রাণ

গাইতে শিখুক

একতার গান

অত্যাচারিত

মানুষের তরে

থাকে যেন কিছু

অবারিত টান ।



যত কঠিন হোক

এ পথ চলা

কষ্ট আসুক

বেলা অবেলা

তবু সব সয়ে

যেতে হবে বয়ে

রুগ্নকরুণ

পৃথিবীর ভেলা ।



















মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা এবং কবিতার ভেতরকার বিশ্বাসে ++++++++++
শুভকামনা কবি!!

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

বিষাদ সজল বলেছেন: কোন এক দমকা হাওয়ায়
সোনালী ডানার চিল
উড়ে যায়
নির্মল আকাশটা
নিঃসঙ্গতায় ভোগে
শুধু তারই প্রতীক্ষায় ।

---------------------
কী যে লিখলাম
ঠিক বুঝলাম না ।
---------------------

যাই হোক
ভাল থাকুক
সোনালী ডানার চিল
মুখে তার থাকুক
হাসি অনাবিল ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
কবিতায় ভাললাগা।


এখন থেকে অনুসারিত...

শুভ কামনা রইলো।


ব্লগে আমন্ত্রণ !!

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

বিষাদ সজল বলেছেন: ব্লগে গেলাম
স্নিগ্ধ শোভন
নেচে উঠল
ক্লান্ত এ মন ।
অনুসারিত করে
কৃতজ্ঞতায় ভরিয়ে দিলেন
আমার হৃদয়টারে ।

ধণ্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

কালোপরী বলেছেন: সুন্দর

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ কালোপরী কবিতাটি পড়ার জন্য ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

বোকামন বলেছেন: সারা পৃথিবীর
ভীরু যত প্রাণ
গাইতে শিখুক
একতার গান

++++++++

খুব; খুব ভালো .........

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ বোকামন ।


৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৬

রোজেল০০৭ বলেছেন: ভালো লাগা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ রোজেল০০৭ ।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
সুন্দর :)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ
:D

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় ভাই ।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস ওয়ান সজল।

শুভেচ্ছা।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আলাউদ্দিন ভাই ।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর।
খুব ভালো লাগলো।
পোষ্টে অনেক ভালো লাগা রেখে গেলাম।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ রোেক্য়া ইসলাম কবিতাটি পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.