নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

মায়ার পাখি

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

অদ্ভূতুরে

জাদুর ঘোরে

মায়ার পাখি

চলছে উড়ে ।

সেই সীমানা

যাচ্ছে চেনা

তবুও যে

বলতে মানা ।



একলা পাখি

মেলে আখি

এক পশলা

বৃষ্টি মাখি ।

ভেজা দেহে

কিসের মোহে

ঘাত প্রতিঘাত

যাচ্ছে সয়ে ।



ঝাউয়ের বনে

এমন দিনে

কোন পিয়াসীর

মায়ার টানে

হাহাকারে

কান্না ধরে

অশ্রু চেপে

মাতম করে ।



কারি খোজে

চোখটা বুজে

চার প্রহরই

ভাবছে কী যে ?

কারি তরে

জীবন ভরে

সন্ধ্যা রাগে

নীড়ে ফেরে ?



পাখিটা আজ

নয় যে একা

কাকে যেন

যাচ্ছে দেখা ?

কার সাথে সে

বেলা শেষে

খুনসুটিতে

আছে মেতে ?



ডানায় ডানায়

ঐ দুজনায়

সুখের কিছু

গল্প শোনায় ।

সব ভুলে আজ

এমন সময়

ব্যাস্ত তারা

স্বপ্ন বোনায় ।



আলতো টেনে

কাছে আনে

নিবিড়তার

কী যে মানে ?

সঙ্গ পেয়ে

জাপ্টে ধরে

ভালবাসা

দিচ্ছে গুণে ।















ছবিঃ সংগৃহীত



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভালোলাগা নিবেন কবি।

অনেক ছন্দময় কবিতা।

++++

অনুসারিত... দেখা হবে নিয়মিত।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ স্নিগ্ধ শোভন ।
আজকালের কবিতার পাঠক খরার সময় আপনি আমার ব্লগকে
অনুসারিত করেছেন শুনে ভাল লাগল ।
কৃতজ্ঞতায় নয় ।
এমন কবিতার পাঠককে অনুসারিত করে নিজেকে আরো সম্মানিত করি ।
আপনিও অনুসারিত ।
ভাল থাকবেন ।

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

আশিক মাসুম বলেছেন: ভালো।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আশিক মাসুম কবিতাটি পড়ার জন্য ।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ..ভাল লাগল।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

বিষাদ সজল বলেছেন: কবিতায় হবে কথোপকথণ
যতই করি আত্নগোপণ ।
ভাল থাকুন
কবিতা রোজ অঙ্গে মাখুন ।
--------------------------
ধণ্যবাদ ভাই ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫

একজন আরমান বলেছেন:
আলতো টেনে
কাছে আনে
নিবিড়তার
কী যে মানে ?


ভালো লাগলো। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২০

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আরমান ভাই ।
শুভ নববর্ষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.