নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

কবিতার সাতকাহন

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫

প্রেমের কবিতারা

সকাল সন্ধ্যা

আমাকে আর্দ্র করে তোলে

বাক্যবাগীশ আমাকে স্তব্দ করে

মনের অর্গল দেয় খুলে ।



খসখসে পৃষ্ঠাজুড়ে শুধুই

করি আঁকিবুকি

ক্ষণিক পরে

দেখি চেয়ে

কবিতার হাল একি !



নিরর্থক ক’টা শব্দ

হয়তো আবেগে ঠাসা

কবিতার ভাষা

কিন্তু কপাটটা বদ্ধ

যেন বেলা শেষে

কেউ এসে

তা খুলেছে সদ্য ।



কবিতাটা ঘামে ভেজা

না পেয়ে তাকে খোজা

প্রতিটি ছন্দহীন মাত্রায়

যেখানে শুধুই না পাওয়ার

দুঃখ মিশে যায় ।



তবু কবিতা লিখি

মনের সব হারানো স্মৃতি

কবিতার মাঝে আঁকি ।



তাইতো গভীর অমাবস্যায়

অথবা গোধূলী বেলায়

যখনি তোমায় প্রয়োজন

সব ছেড়েছুড়ে

হৃদয়টা মুড়ে

করি কবিতায় বিচরণ

কবিতার লিখার জন্যই যে আজ

এত আয়োজন ।



আজ তাই

কবিতা খাই

কবিতা পোড়াই

কবিতার মাঝে থেকে আবার

কবিতায় হারাই ।











ছবি : সংগৃহীত ।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতা;
শুভকামনা কবি!!!

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ চিল
ছোবল দিয়ে নিয়ে যাও
আমার কালো আচিল
হব আমি শুভ্র শ্বেত
বিশাল আকাশ নীল ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:
তবু কবিতা লিখি
মনের সব হারানো স্মৃতি
কবিতার মাঝে আঁকি ।


২য় ভাললাগা নিবেন কবি।

শুভ নববর্ষ !!!

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

বিষাদ সজল বলেছেন: স্নিগ্ধ শোভন
আর না করি গোপন
আপনি ব্লগে আসলেই যেন
মন হয় চনমন ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

shfikul বলেছেন: +++

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

বিষাদ সজল বলেছেন: shfikul ভাই
কী বলতে কী বলে ফেলি ছাই
তার চে নীরবতা
সেই বেশি ভাল
যখনই আসেন ব্লগে
মনে পাই আলো ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

পেন্সিল চোর বলেছেন: ++++++++++++
তবু কবিতা লিখি
মনের সব হারানো স্মৃতি
কবিতার মাঝে আঁকি ।
লিখে জান...
শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

বিষাদ সজল বলেছেন: তুই এক পেন্সিল চোর
কী আর বলব কথা
সাথে তোর ?!?!
আবার নাকি কবিতা পড়িস
লোক হাসাবার বেশ ভালইতো
মন্ত্র জানিস !!!!!!!!!!!
----------------
ধণবাদ ভাই ।
আসলে মনে এই রকম এসে পড়ার পর পাল্টাতে ইচ্ছে করলনা ।
তারপর মনে হল আপনজনকে সব উপাধিতেই ভূষিত করা যায় ।
ভূল হলে ক্ষমা করবেন ।
হয়তো অধিকারটুকু একটু বেশিই খাটিয়েছি ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

আশিক মাসুম বলেছেন: সুন্দর।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আশিক মাসুম ।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

পেন্সিল চোর বলেছেন: আপনারে অনুসারিত করলাম কারন আপনে আমার জন্য কিছু লাইন লিখেছেন... ভালো থাকবেন সবসময়...

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪২

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ পেন্সিল চোর ভাই ।
সবসময়ই পাশে থেকে খোজখবর নেয়ার ইচ্ছা প্রকাশের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.