নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

লালমাই স্টেশন

১৬ ই মে, ২০১৩ সকাল ৭:২২

লালমাই স্টেশন

সুবর্ণা এক্সপ্রেস

মেয়েটির সাথে ছিল দেখা

এখনো রয়েছে তার রেশ ।



বেশ ক’বছর আগে

কোন এক মেঘলা বিকেলে

হল পরিচয়

ট্রেনের ক্যান্টিনে

চায়ের পেয়ালা হাতে

এক নিরালায় ।



বেশ কিছুক্ষণ থমকে থাকা

যেন অক্ষিপটে

অনেক আগেই ছিল আঁকা

হয়ত মিনিট চারেকের কথা

অবনিতা

এখনো হৃদয়ে আছে গাঁথা ।



স্তুপীকৃত এলোমেলো চুলে

হাওয়ারা দিগবিদিক ভুলে

আলতো করে জড়িয়ে ছিল

শাড়ির আচলে ।



ভাললাগায় মাথা নষ্ট

চেনা পৃথিবী হঠাৎ করেই

ভীষণ আড়ষ্ট ।



তারপর বাকীটা সময়

শুধু তারই ভাবনা

মনের খাতায় কাঁটাকুটি

কত সম্ভাবনা ।



অবনিতা

আমি ভুলিনি তার কথা

এরপর কতবার

সেই ট্রেন সেই স্টেশন

ছিল প্রত্যহ যাতায়াত

প্রতিবারই পেয়েছি

শুধু রিক্ততার স্বাদ ।



হয়তো সে ভুলেই গেছে

মানুষইতো ভুলোমনা

কল্পনারও স্মৃতি থাকে

হয়তো সে জানেওনা ।



আজ

কী জানি সে কোথায় ?

মাঝে মাঝে সকাল সাঝে

তবু খানিকটা ভাবায়

হয়ত ছোট্ট কোন নীড়ে

নিজকে সমর্পণ করে

চেনা পৃথিবী সাজিয়েছে তার

নিজেরই মত করে ।







মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ সকাল ৭:৩৩

ফারুক মৃধা বলেছেন: লালমাইতে কি সুবর্ণা এক্সপ্রেস থামে ?

১৬ ই মে, ২০১৩ সকাল ৮:০৫

বিষাদ সজল বলেছেন: কি যেন ?

২| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

আশিক মাসুম বলেছেন: হাহাহা ... আফসুস আমি হলে মেয়েটাকে পটিয়ে ফেলতাম :)

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৫৭

বিষাদ সজল বলেছেন: আপনার পটানোর মনে হয় দরকারই পড়ত না ।
আপনার এই চেহারা দেখে তো মেয়েই পটে যেত ।

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৫৭

বিষাদ সজল বলেছেন: আপনার পটানোর মনে হয় দরকারই পড়ত না ।
আপনার এই চেহারা দেখে তো মেয়েই পটে যেত ।

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভাললাগা।

১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৫৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ।

৪| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++

৩০ শে মে, ২০১৩ সকাল ৭:৪৫

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ কান্ডারী অথর্ব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.