নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

খ্যাপাটে প্রেম

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:১৫

খ্যাপাটে প্রেম

ঝুরঝুর করে

ক্ষয়ে যায়

জীবনের তরে ।



দ্র্রোণাচার্য্যের একলব্য হয়ে

কাটিয়ে দেয়া যে জীবন

অতটুকু সুখ কি তার

খুব বেশি প্রয়োজন ?



স্বপ্ন কেটে

যাচ্ছে রটে

বিবাগী রাত

বড় ধোয়াটে ।

বড় ফ্যাকাশে

এই অমানিশা

হয়তো বাঁচার

নেইকো আশা ।



বৃন্তচ্যূত ফুলে

ক্ষণিকের ভুলে

তুমি এসেছিলে

একরাশ বিষণ্ণতা

সাথে নিয়ে

আবার মিলিয়ে গেলে

জলের অতলে ।



মাঝবয়েসী তারাগুলো

শ্বেতবামনের সব অভিমান

বুকে নিয়ে আজ

নিশ্চুপ এক সর্বংসহা

যেন জীবনের প্রতি তার

বড় অনীহা ।



বেহাগের সে কান্না

এ মনে ঠাই পায়না

বড় নির্মম

অধরা সুখ পেতে

তবু কত শ্রম ।



আজ বিদগ্ধ

তুমি আমি

পেছনে পড়ে

শত পাগলামি

আজো ঘোর লাগা

রাত জাগা

কাব্যেরা দেয়

হৃদয়ে দাগা ।









ছবি : সংগৃহীত ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:০৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাহলো খ্যাপাটে প্রেম

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:১৫

বিষাদ সজল বলেছেন: :(

২| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৬

সোনালী ডানার চিল বলেছেন: আজ বিদগ্ধ
তুমি আমি
পেছনে পড়ে
শত পাগলামি
আজো ঘোর লাগা
রাত জাগা
কাব্যেরা দেয়
হৃদয়ে দাগা ।


সুন্দর.........

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:১৫

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ।

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৪

আশিক মাসুম বলেছেন: সুন্দর!

লেখা ও ছবি দুইটাতেই প্লাস। :)

১৭ ই মে, ২০১৩ রাত ১১:১২

বিষাদ সজল বলেছেন: ছবিটাতো ধার নেয়া ।
আপনার ভাললাগাতো ছবির মালিককে পৌছাতে পারছিনা ।
তবে লেখা ভাল লেগেছে শুনে ভাল লাগল ।

৪| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৪৬

একজন আরমান বলেছেন:
বাহ। দারুণ।

১৮ ই মে, ২০১৩ সকাল ৭:২৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আরমান ।

৫| ১৮ ই মে, ২০১৩ রাত ১:০৮

shfikul বলেছেন: খুব ভালো লেগেছে।

১৮ ই মে, ২০১৩ সকাল ৭:২৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ shfikul ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.