নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

কেমন হত ?

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮

এক গোধূলী

পরাজিত

দিনটা যদি

এমন হত

মায়ার ঘোরে

ডেকে তোরে

অবুঝ শালিক

সঙ্গ দিত ।



উড়াল হাওয়ায়

অশ্বথ ছায়ায়

মনটা যদি

একটু জিরোয়

কাকের কাঁ কাঁ

কণ্ঠ শুনে

অকারনে

থমকে দাড়ায় ।



কাঠাল পাতার

এপাশ ওপাশ

ছবি মনে

গেঁথেই যেত

তবে সে কোন

কাব্য হত

ইচ্ছে মত

পড়া যেত ।



একটা বিকেল

এক নিমিষে

যায় যদি সে

লাজুক হেসে

স্বর্ণকমল

সেই সে মুখে

লজ্জাবতী

পরশ মাখে ।



ঘুম প্রহরে

হঠাৎ করে

স্বপ্ন হয়ে

ঘিরে ধরে

মওকা মত

শিকেয় পেলে

খেয়ে যাবে

খুবলে খুলে ।



এমন কোন

বিষাদ যেন

না করে আজ

সুখটা ক্ষীণ

না করে আজ

সারাটা বেলা

নীরব নিথর

বড় একেলা ।



কেমন হত

কান্না রত

আকাশ যদি

হেসেই দিত

এমন সময়

আসলে পরে

মনের ফ্রেমে

রাখব ধরে ।









ছবি : সংগৃহীত ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:৫০

বটবৃক্ষ~ বলেছেন: কেমন হত
কান্না রত
আকাশ যদি
হেসেই দিত
এমন সময়
আসলে পরে
মনের ফ্রেমে
রাখব ধরে ।
[/sb
চমৎকার.....+++:)

১৯ শে মে, ২০১৩ সকাল ৭:১৭

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ বটবৃক্ষ ।

২| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার কবিতা গুলো বেশ সুন্দর হয়।

বরাবরের মত ভাললাগা।


+++++

১৯ শে মে, ২০১৩ সকাল ৭:২৫

বিষাদ সজল বলেছেন: সবসময়ই স্নিগ্ধ শোভন আপনাকে পাশে পাই ।
ধণ্যবাদ দিয়ে আর ছোট না করি ।
তবে রইল অনেক কৃতজ্ঞতা ।

৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:২৯

বোকামন বলেছেন:




পড়তে ভালোই লাগছিল !
গতিময় ! খুব ভালো


শুভকামনা জানবেন।
ভালো থাকেবেন সম্মানিত বিষাদ সজল

২০ শে মে, ২০১৩ সকাল ৭:৪০

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ বোকামন ।
কবিতাটি পড়ার জন্য ।


৪| ২২ শে মে, ২০১৩ রাত ১২:১৩

একজন আরমান বলেছেন:
খারাপ হতো না। :)

২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩২

বিষাদ সজল বলেছেন: হয়তো আরমান ভাই
এমন দিনই কামনা করে
সুভাসিত সুখগুলো যেখানে
প্রতিনিয়ত ঝড়ে পড়ে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.