নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

শিখা

২০ শে মে, ২০১৩ সকাল ৭:৪৭

প্রদীপ শিখা

জ্বলছে একা

কালচে হল

হাতের রেখা ।



রেখা মুছে

গেল ঘুচে

সবটুকু সুখ

দিলাম বেঁচে

শক্ত করে

লাগাম ধরে

বাঁচতে আবার

ইচ্ছে করে ।



আর যেন কেউ

হঠাৎ এসে

আপদকালীন

উপহাসে

রঙ্গরসে

বেলা শেষে

ইচ্ছে মত

না যায় ভেসে ।



সুপ্ত কোন

আগুন যেন

ব্যপ্ত নয়

হয় সে ক্ষীণ

দমকা হাওয়ায়

পাড়ায় পাড়ায়

ইচ্ছে গুলো

ঘুরে বেড়ায় ।



সেই সে সময়

বৃষ্টি ধোয়া

খুব নীরবে

এগিয়ে যাওয়া

খুব নিশিতে

গহীন শীতে

কল্পনারই

পিছু ধাওয়া ।



আর কত দিন

এমন কোমায়

স্বপ্ন চোখে

দৃষ্টি ঘুমায়

সৃষ্টি আসে

অভিলাসে

স্রষ্টা তখন

মুচকি হাসে ।



জীর্ণ শীর্ণ

মনটা চুর্ণ

ধোয়াটে মেঘ

বড় বিবর্ণ

হঠাৎ যদি

পায় সে নদী

তাতিয়ে ওঠে

নিরবধি ।













ছবি : সংগৃহীত

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
১ম ভাললাগা জানবেন কবি।

২০ শে মে, ২০১৩ রাত ৮:৪৯

বিষাদ সজল বলেছেন: :D

২| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:১১

এহসান সাবির বলেছেন: ভালো লাগলো।

২১ শে মে, ২০১৩ রাত ৮:৩৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ এহসান সাবির ভাই ।

৩| ২২ শে মে, ২০১৩ ভোর ৪:০৮

একজন আরমান বলেছেন:
শেষটা বেশি ভালো লাগলো সজল ভাই।

২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩৫

বিষাদ সজল বলেছেন: তবে শুধুমাত্র শেষটাই পড়ুননা ভাই ।
;)
ধণ্যবাদ ।
ভাল থাকবেন
নিত্য নৈমিত্তিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.