নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

জানলার ভেজা কাঁচে -

২১ শে মে, ২০১৩ ভোর ৬:৫৩

খুব করে

ইচ্ছে করে

হারিয়ে যেতে

বহুদুরে ।



হাতটি ধরে

খুব নিশিতে

জানলা পাশে

একটু বসে

হৃদয় ছোয়া

আদর দিতে

স্বপ্ন দিয়ে

ঘুম পাড়াতে ।



মুখোমুখি

আমরা দুজন

চোখেচোখে

কথোপকথণ ।

কিছুটা সময়

হোক অপচয়

রাতের আঁধার

নেই কোন ভয় ।



তারা গোণার

ছন্দ পেতে

হাসনাহেনার

গন্ধে মেতে

চাঁদের সাথে

বলব কথা

জোনাক পোকার

নিবিড়তা ।



শুণ্য চেয়ার

দুলে ওঠে

ঘড়ির কাটা

বয়েই চলে

অন্ধকারে

কিসের ঘোরে

নয়ন জুড়ে

অশ্রু ঝড়ে ?



মনের দুয়ার

ওঠে খুলে

কোন সময়ের

কোন বা ভুলে ?



সব মায়া

সব ছায়া

শুধুই কি

চলে যাওয়া ?

সময়ের

হাহাকার

বেজে ওঠে

বারংবার ।



দুরের ঐ

কুন্জবনে

কোন পাখি

মাতল গানে ?

এত কাছে

থেকেও দূরে

আছে কোন

অভিসারে ?



জানলার

ভেজা কাঁচে

আঙ্গুলে

কাব্য লিখে

দিয়েছি

তোমার তরে

তবু কি

মনে পড়ে ?



দূরের ঐ

হিজল বনে

পেচারা

সঙ্গোপণে

শিকারের

বায়না ধরে

বসে থাকে

ঘাপটি মেরে ।



টিমটিম

জ্বলছে বসি

নিয়নের

বাতিগুলি

হিমঝড়

শুরু হয়ে

কাটছে

প্রহরগুলি ।



এত রাত

ঘুমে ধরা

শুধু তুমি

আমি ছাড়া

জাগছে

নীল সে তারা

প্রহরা

দিচ্ছে কারা ?



গীটারের

টুংটাং

বিধছে কী

সুর তান ?

মাঝরাতে

নীরবতা

ভেঙ্গে হয়

খানখান ।



উচু উচু

দালান জুড়ে

চোখেরই

অগোচরে

কত কেউ

করছে কী যে

জানে সে

নিজেই নিজে ।



অভাগা

রাত্রি কাটে

ভিড়িয়ে

মনের ঘাটে

এ তরী

যাচ্ছে বাড়ি

চলছে

মায়ার গাড়ি ।











ছবি : সংগৃহীত ।









মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ রাত ২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: অভাগা
রাত্রি কাটে
ভিড়িয়ে
মনের ঘাটে
এ তরী
যাচ্ছে বাড়ি
চলছে
মায়ার গাড়ি ।


পাঠে মুগ্ধ!!!

২য় ভাললাগা রইলো কবি।

২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩৮

বিষাদ সজল বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন ।
ভাল থাকবেন
দিবানিশি ।

২| ২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩১

কালোপরী বলেছেন: :)

২২ শে মে, ২০১৩ সকাল ৭:৪১

বিষাদ সজল বলেছেন: :P
কালোপরী
যাচ্ছে বাড়ি
সাথে নিয়ে
ভাঙ্গা গাড়ি
চাঁদের দেশে
লাজুক হেসে
বুড়ির সাথে
গেছে মিশে ।

৩| ২৩ শে মে, ২০১৩ রাত ৮:৩২

এহসান সাবির বলেছেন: ওফ! দারুন!

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩১

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ এহসান সাবির ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.