নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

নবনীতা

২২ শে মে, ২০১৩ সকাল ৮:০৮

নবনীতা

সোনাপাখি

অতটা কাঁদতে নেই

রাখির বাধন খুলে গেলে

একটুখানি আড়াল হলে

ভেবোনাকো গেছি ভুলে ।



সময় আজ

ব্যস্ত ভীষণ

কেমন কাটছে

যাপিত জীবন ?

এই ক’টা দিনেই কেন

এমন সম্ভাষণ ?



মায়াবতীগো

ভালবাসা নাও

হৃদয়ে সুখের প্রদীপ জ্বালাও

সারা রাত

ঘুম জাগা প্রহরী হয়ে

স্বপ্ন সাজাও ।



স্তিমিত সুখগুলো

কেমন করে

চুরি হল বল ?

কিসের মোহে আজ

জীবনটা এলোমেলো ?



পথচারী জোনাকিরা

নিয়ন আলোয় হয়

অবরুদ্ধ

ভুল পথে

চলে যেয়ে

হয়নিতো শুদ্ধ ।



আহঃ

কী নিশ্চুপ যাতনা

ধরে রাখা যায়না

ঝড়ে পড়া অশ্রু যেন

শুধুই ব্যার্থতার আয়না ।



তীব্র আকুতি

তবু থেমে থাকে

জীবনের গতি

মৌণ আর্তনাদে

গৌণ প্রতিবাদে

এভাবেই কি মরে

জীবনের গতি ?



পোড়া শহরে

মনুষ্য বহরে

থেকেও যেন কী নেই ?

জীবনটা বড়

পারাকাষ্ঠ

এই ক’দিনেই ।



প্রকাশিত বিনিয়োগ

ছিল তোমার আমার

সে যেন প্রেমের এক

যৌথ খামার ।



আজ সময়ের অভিঘাতে

জীবনের লেখনীতে

কত কাটাকুটি

তবু তুমি আছ জীবনের

একমাত্র খুটি ।









ছবি : সংগৃহীত ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ সকাল ৮:১৩

কালোপরী বলেছেন: :)

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বিষাদ সজল বলেছেন: =p~

২| ২২ শে মে, ২০১৩ সকাল ৮:২০

মায়াবী ছায়া বলেছেন: দারুন লিখেছেন +++

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ মায়াবী ছায়া কবিতাটি পড়ার জন্য ।

৩| ২২ শে মে, ২০১৩ সকাল ৮:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
২য় ভাললাগা রইলো।

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বিষাদ সজল বলেছেন: 8-|

৪| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর একটা কবিতার শেষে এসে দেখলাম সংগৃহীত।
সংগৃহীত যে বললেন উৎসটাও বলে দিতেন। ভালো হতো।

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

বিষাদ সজল বলেছেন: আসলে আমি তো ফটোগ্রাফি জানিনা তাই ছবিটা নেট থেকে ডাউনলোড করেছি । অবশ্য উৎসটা বলা উচিৎ ছিল । যাই হোক পরেরবার থেকে আপনার পরামর্শ মনে থাকবে আশা করি । আপনার পরামর্শের জন্য অসংখ্য ধণ্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.