নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

একলা একা কাক

২৪ শে মে, ২০১৩ রাত ১১:২৭

একলা একা কাক

একাই বসে থাক

তুই কাঁ কাঁ স্বরে

ডাকলে পরে

আসে ঝাকের ঝাক ।



তারপরে হয় কাঁ কাঁ

কর্ণকুহর অত্যাচারে

চোখদুটো হয় বাকা

আ: না পাই যেন

আর দেখা ।



ভরদুপুরে

হাওয়ায় উড়ে

খোলা আকাশ

বারেক ঘুরে

আবার এসে বসিস

আমের ঢালে

বাসার খোলে

চুপটি মেরে থাকিস ।



মাঝে মাঝে

একা মনে

কাঁ কাঁ স্বরে ডাকিস

উ: ভালইতো

তুই পারিস ।



কী রোদেলা

কী মেঘলা

সব সময়ই অনাচার

তোর কর্কশ স্বরে

ঘুম ভেঙ্গে হয়

পগারপার ।



তবু তোর নেই

একটু থামা

একটুকু ক্ষণ

এক লহমা ।



মাঝে মাঝে

সুযোগ বুঝে

ছোবল মেরে

খাবার কেড়ে

বসিয়ে দিস ভাগ

এসব দেখে

তোর উপরে

হয় যে ভীষণ রাগ ।



প্রতিটা দিন

পাই যে দেখা

ঝোলা তারে

একা একা

কারি খোজে

দিবানিশি

উদাস মনে

থাকিস বসি ।



কালো বরণ

বড় মায়া

ভ্যালকনিতে

পড়লে ছায়া

কোনটা কালো

বুঝা যে দায় ?

শরীর নাকি

তোর ছায়ায় ?



কালোই ভালো

কালোই আলো

কালো বারুদেই

আগুন জ্বালো ।



সহজ সরল কাক

কোকিলের ডিমে তা

দিয়ে যায় নির্বাক ।



কাককে সবে

করি হেলা

তাকে নিয়ে

করি খেলা ।



এত বোকা সোকা

পাখিটা একা

তাকে ছাড়া আজ

প্রকৃতি খাঁ খাঁ ।













ছবি : সংগৃহীত ।



ছবি লিংক:

Click This Link



মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: কাকের জন্য শুভকামনা ! কবিতা ভালো লেগেছে !

২৪ শে মে, ২০১৩ রাত ১১:৪২

বিষাদ সজল বলেছেন: স্বপ্নবাজ অভি
আপনাকে কাকীয় ধণ্যবাদ ।

২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
বেশ সুন্দর কাককাব্যে ভালোলাগা রাখলাম..................

২৯ শে মে, ২০১৩ ভোর ৬:৩৩

বিষাদ সজল বলেছেন: চিলকেও কাকের শুভকামনা পৌছে দিলাম ।

৩| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৪০

রাতুল_শাহ বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা।

ভাল লাগলো।

৩১ শে মে, ২০১৩ সকাল ৯:১৪

বিষাদ সজল বলেছেন: অনেক দিন পর রাতুল ভাই ।
কাকদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ।
ধণ্যবাদ কবিতাটি পড়ার জন্য ।

৪| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৪৪

ফালতু বালক বলেছেন: কাকে ভালো লাগা।++++

৩১ শে মে, ২০১৩ সকাল ৯:১৬

বিষাদ সজল বলেছেন: কাকীয় ধণ্যবাদ ফালতু বালক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.