নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিবিলাস

৩০ শে মে, ২০১৩ সকাল ৮:০১

ঝিরঝির বৃষ্টি

ঝাপসা দৃষ্টি

ভিজে মন একাকার

না পেয়ে হাহাকার ।



আহ: কী কষ্ট

জীবনটা ভ্রষ্ট

কিছুকাল আগেও

পথ ছিল পষ্ট ।



পিছুফেরা সুখেরা

কবিতার ফোয়ারা

জেগে থেকে তবু

দিচ্ছে পাহাড়া ।



লেপ্টে শরীরে

ভিজে যাওয়া কাপড়ে

দুঃখ মুছে যায়

মায়ার চাদরে ।



প্রতিটি ক্ষণে

বিষণ্ণ মনে

উহ: কী কথা

ব্যাথার নীরবতা ।



আজি এ বেলায়

এ কোন খেলায়

ব্যস্ত এ শহর

কাঁদছে অঝোর ঝড় ।



কী লাভ তাতে

নিশ্চুপ রাতে

ভাঙ্গে যদি এ মন

আঘাতে আঘাতে ।



যদ্দুর চোখ যায়

আশাহীন এ ধরায়

নির্বাক চারিপাশ

স্যাতস্যাতে এ আকাশ ।



ইচ্ছেরা ভিজে ভিজে

মাঝপথে কী কাজে

ফিরছে নিজবাড়ি

বৃষ্টির সাথে আঁড়ি ।



শালবন সয়ে যায়

বৃষ্টির দমকা

সংসারী বাতায়ন

খুজে ফিরে মওকা ।



পথচারী পথিকের

আছে যত যাতনা

ধুয়ে মুছে ভেসে গেল

পৃথিবী কেদোনা ।



চারিপাশে আছে যত

বিদ্রোহী চেতনা

ধেয়ে আসা বর্ষার

কাছে তো সে কিছুনা ।



বাইরে বৃষ্টি

পড়ছে ঝুপঝাপ

ঘরে বসে চুপচাপ

সারাদিন খুটখাট ।



এ দিনে কিছু নয়

অকারনে পিছু নয়

বৃষ্টি ছেড়ে যাওয়া

বড় এক অপচয় ।







ছবি : সংগৃহীত

ছবিলিংক :

Click This Link









মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৩৯

রাতুল_শাহ বলেছেন: +++++

৩১ শে মে, ২০১৩ সকাল ৯:১৮

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ রাতুল_শাহ ।

২| ১০ ই জুন, ২০১৩ সকাল ৭:২২

সেলিম আনোয়ার বলেছেন: বাইরে বৃষ্টি
পড়ছে ঝুপঝাপ
ঘরে বসে চুপচাপ
সারাদিন খুটখাট ।

সুন্দর। বৃষ্টিতে চুপচাপ বসে থাকাও আনন্দের ।বৃষ্টিতে ভেজাও কিন্তু কম নয়।

১০ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৫

বিষাদ সজল বলেছেন: সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.