নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

রোজকার রোজনমচা

১৫ ই জুন, ২০১৩ রাত ১:২০

মেয়েটি কোথায় ?

কোন নিরালায় ?

দিকে দিকে খুজে ফিরি

কড়া পাহাড়ায় ।



ঘরে একা বন্দী

শুধু বেহালাটা সঙ্গী

কেটে যাওয়া সময়ের

কত বিচিত্র ভঙ্গি ।



বসে বিছানার চৌকাঠে

আঁকে জানলার ভেজা কাচে

হাটে একলা করিডোরে

রাখে বালিশটা বাহুডোরে।



কাঁদে নিভৃতে

সে প্রতিরাতে

লাজে মুখ ঢাকে

ভেঁজা আধারেতে ।



পথভোলা দুঃখ

গড়ে তোলে সখ্য

চোখ গড়া পানিরা

থাকে নিরপেক্ষ ।



সুর হয়ে যায় প্রাণ

কথা হয়ে যায় গান

জীবনটা যেন আজ

নীরবতা সুনসান।



রোজকার ছবিটা

যেন হয় কবিতা

বিরহ ভর করে

চাঁদ হয় রবিটা ।



এভাবেই কাটে দিন

ক্ষত জমা প্রতিদিন

বেঁচে থাকা জীবনটা

শুধু যেন আশাহীন ।



বাঁচা নাকি মরে বাঁচা

পৃথিবীটা যেন খাঁচা

এভাবেই রচে যায়

রোজকার রোজনমচা।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:২১

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর, শুভকামনা রইল!!

১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৭

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ সোনালী ডানার চিল ।

২| ১৫ ই জুন, ২০১৩ রাত ৩:১৯

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো। :)

১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৭

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.