নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

সেজুতি

০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫৭

সেজুতি

সম্পর্কটার তো সেই

কবেই টেনেছিলে যতি

কমা নয়

সেমিকোলণ নয়

সম্যক পূর্ণ বিরতি ।



হঠাৎ অমানিশায়

যদি আধাঁর কেটে

ভোর হয়

তবু কি আসবে ফিরে

মনে ভিড়ে শত ভয় ।



দর্পণের কাছে কি কভূ

নিজকে করেছ সমর্পণ

আরো একটা প্রতিবিম্ব হয়

কিন্তু থাকেনা

এতটা আপন ।



হঠাৎ করে

ঘুঙুর পায়ে

হাট যদি

ছন্দ নিয়ে

তবে তাইতো সংগীত নয়

সুর কেটে গেছে

আজ কতটা দিন হল

কতটা পথ ছিলাম আমি

ভীষণ এলোমেলো ।



মালয় সাগরের তীরে

হেটে চলা এলোকেশী তরুনীরে

তুমি ভেবে ভূল সম্বোধণ

লালিত স্বপ্ন

গুড়ো গুড়ো হয়ে

পন্ড আজ

সব আয়োজন ।



প্রতিনিয়ত কতশত

করি অভনয়

জীবনটাতো আর

এর বেশী কিছু নয় ।



শুভ্র চেতনা

মনের গহীনে

রেখে দিয়েছি

খুব যতনে

কী ভাবে বল

এমন হল ?

হয়ত সেই

ভাল ছিল ।



আজ যখন

মৃদু কম্পনে

বাতাসেরা সুর তুলে

হাহাকার করে

তখনো তুমি

থাক বসে

দূরের বাতিঘরে ।



তবু কাটছে সময় দে খ

মনের মাঝে যতই তুমি

ঘৃণার ছবি আঁক ।



জানি একদিন

ভুল ভাঙ্গবেই

আবেগী কথকতা

পিছু ফেলে

কাছে ডাকবেই।



সেজুতি আজো

খুজি ফিরি

সোনালী সেই

দিনের ইতি উতি ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১২

শাহজাহান মুনির বলেছেন: জানি একদিন
ভুল ভাঙ্গবেই
আবেগী কথকতা
পিছু ফেলে
কাছে ডাকবেই।



ভাল লাগা জানবেন।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৪

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ শাহজাহান মুনির ।

২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আজ যখন
মৃদু কম্পনে
বাতাসেরা সুর তুলে
হাহাকার করে
তখনো তুমি
থাক বসে
দূরের বাতিঘরে ।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

বিষাদ সজল বলেছেন: :-&

৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৫

একজন আরমান বলেছেন:
জানি একদিন
ভুল ভাঙ্গবেই
আবেগী কথকতা
পিছু ফেলে
কাছে ডাকবেই।


দারুন।
আমিও কারো ভুল ভাঙার অপেক্ষায় !

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ একজন আরমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.