নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

পৃথিবী তুমি কি দেখেছ

আজো্ বাংলাদেশ

রয়েছে জাগ্রত ?



মুছে গেছে সব

কলঙ্কের বোঝা

ঘাতকের দল

পেয়েছে সাজা ।



আজকের আকাশটা দেখ

কেমন উদ্ভাসিত

রঙ্গিণ ?

এই বাংলাদেশ

শোধেছে তার

ভাই হারানোর ঋণ ।



প্রকৃতি কেমন হাসছে

প্রাণখুলে

যেন সূর্য কখনো হারায়নিকো

মেঘের আবডালে ।



বুকের ভেতর

জমে থাকা

পাথর গিয়েছে সরে

মুক্ত বাতাসে

চিৎকার করে

তাই বলতে ইচ্ছে করে

আমি বাঙ্গালী

আমি বাংলাদেশী

তার দুঃখে কাঁদি আবার

তার সুখেই হাসি ।



আজ আর কোন

হীনমণ্যতা নয়

নয় কোন লাজ সংশয়

বাঙ্গালী , বাংলাদেশী

এই হোক আমার

গর্বিত পরিচয় ।



কত মা-বোনের সম্ভ্রম

আর কত শহীদের

রক্তশ্রম

বিকিয়ে কেনা মাতৃভূমি

গৌরব তিলক আজ তোমার

ললাটে দেয় যে চুমি ।



দেশটা তোমার

দেশটা আমার

সন্তান মোরা

একই দেশ মাতার ।



এসো আজ মিলি

এ দেশের তরে

তাকে আজ গড়ি

নতুন করে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.