নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

কবিতা খুজি

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১১

কবিতা তোমায় খুজছি আমি

ভীষণ নীরবতায়

উড়িয়ে দেয়া পেজোতুলো

উদাস বনের হাওয়ায় ।



ইলশেগুড়ি

বৃষ্টিচুরি

কোথায় তোমার

বসতবাড়ি ?



রোদের ভাজে

সুযোগ বুঝে

এলোমেঘ নেয়

তোমায় খুজে ।



নাকি তুমি

যুগ ফেরারী

তোমার সাথে

তাইতো আড়ি ।



আমার জীবন

করিয়া হরণ

নিজেরই তৃণ

করেছ রোপণ ।



ঝলসে হৃদয়

হচ্ছে বুড়ি

চলে এসো আজ

তাড়াতাড়ি ।



নির্ঘুম কত

বেদনাহত

রাত্রি পালায়

প্রতিনিয়ত ।

একি অনুভূতি

প্রকাশের রীতি

কষ্ট যেন আজ

জীবনের সাথী ।



তবু বল

আসবে কবে ?

ঝরে যাওয়া

কলমের নিভে ।

আমার প্রিয়ার

উপমা হয়ে

সুপ্ত কথা

ব্যাক্ত হয়ে ।



সবাই না হয়

বলুক পাগল

তবু তোমার জন্য

ক'ফোটা জল ।

রণ্ধ্রে রণ্ধ্রে

তোমার ছন্দে

সব পিছুটান

ছাড়ি আনন্দে ।



হয়তো পাবনা

বলার মত

একটা জীবন

সুখ আহিত ।

তবু আমি

তাতেই খুশি

থাক যদি

আমার পাশে ।



কবিতা

আঁক জীবনের ছবিটা

বিবর্ণ হয়ে যে তা

বড় সাদামাটা ।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

২| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.