নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

তিথির অনুভূতি

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

তিথির কিছু কথা

অব্যক্তই রয়ে গেল

কী যেন বলার ছিল ?

বলতে চেয়েও তা

হারিয়ে গেল |



হিজিবিজি

ভীষণ আজগুবি

কিছু অস্পষ্টতা

উদাস হাওয়ায় জড়িয়ে তবু

পায়নিকো পূর্ণতা |



চোখের ভাষায় কত কথা

হয়তো বোঝাতে পারেনি

তার নিগুঢ়তা |



ঝুরঝুর করে

ঝড়ে পড়া অনুভূতিগুলো

ডানা ঝাপটানো

আহত পাখির মত

অবিরত

হৃদয়ে রক্তক্ষরণ

যেন চেপে রাখা কষ্টের

জন্যই সব আয়োজন |



তিথির অনুভূতি

ক্ষয়ে যাওয়া

জীবনের প্রতি

সকরুণ আকুতি |



তিথি তবু নিশ্চুপ

মনে জমা শত ক্ষোভ

বাস্পায়িত হয়ে

দীর্ঘশ্বাসের হাহুতাশ

হোকনা তা নিজেরই সর্বনাশ !



ব্যস্ত সময়ে

অপেক্ষার প্রহর সয়ে

ক'জন থাকে

প্রতীক্ষারত

তা বলে

সব ভূলে

মিছেই কি

হবে আহত ?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০১

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ইরফান আহমেদ বর্ষণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.