নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

ফেরা

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০

সবুজ পৃথিবী

এতটা অবুঝ

হারানো প্রিয়ার

রাখেনা সে খোজ ।



অমসৃণ পৃষ্ঠে

আকাবাঁকা রেখা

দুরে থেকে তবু চাঁদ

রোজই করে দেখা ।



নীরবে চুপটি করে

এ ধরার ঘুমটি কাড়ে ।

খুব ভোরে

ডুবো আধারে

সূর্য ভয়ে

যায় সে সরে ।



এ কেমন ভালবাসা ?

কোন অনুভূতি ?

তা নাকি এমনই

আছে জনশ্রুতি ।



বিকেলে

পৃথিবী ধূসর হলে

এক ঝাঁক

কালো কাক

নীড়ে ফেরে ।



কিন্তু

কবিতার নীরা

আজো হয়নি তার ফেরা

সুরন্জনারও

কী যেন কথা

ঐ ছেলেটির সাথে

দুর থেকে দেখে

শুধু ঈর্ষাকাতরতা ।



সবাই ফেরে

আপন নীড়ে

সময়ের তাড়নায়

ফিরে যেতে বাধ্য

হয়তো কখনো

হৃদয় কাপানো

আলোটাকে

করে রুদ্ধ ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.