নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

জীবনের মানে

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৮

তবে কি ভুল করে

আবারো হিমঘরে

জমবে ভালবাসা ?



সহস্র প্রতিঘাতে

সর্বনাশা সে রাতে

স্তব্ধ মুখের ভাষা ।



যণ্ত্রনারা জড়িয়ে ধরে

কল্পনারা কুকড়ে মরে

প্রতিটি দিন, প্রতি ক্ষণ

চারিদিকে শুনি শুধু

কষ্টের সম্ভাষণ ।



নিরুপায় ছন্দেরা

প্রবন্ধ হয়

এলোমেলো জোছনায়

গা ভেজায় ।



তুষারের নীরবতা

গৎবাধা পথচলা

নিশ্চুপ হেটে চলে

লিখে রাখা কবিতারা ।



স্রোতহীন জলে

এলোমেলো ভেসে চলে

বড়চোখা মাছেরা

কিসের এত তাড়া ?

যেন বহুকাল নিজ গৃহে

হয়নিকো ফেরা ।



কখনো যাপিত

জীবনের মত

যদি সুখগুলো হত

বেদনাহত ।



এমনি করে

বছর ঘুরে

আবার যদি

এসেই পড়ে

রেখো বুনে

মনের কোনে

তারে তুমি

সঙ্গোপনে ।



এইতো জীবন

জীবনের মানে

খুজব বল আর

কিসের টানে ?



না পেয়ে হারাই

হারিয়ে কুড়াই

তবু জীবনের

মানে খুজে যাই ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: এমনি করে বছর ঘুরে আবার যদি এসেই পড়ে...........সুন্দর

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৯

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ভাই ।
অনেক দিন পর লিখলাম ।
তবু সেই পুরনো মুখ ।
খুবই ভাল লাগল ।

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৮

বিষাদ সজল বলেছেন: তাই নাকি ?!?!?!?!?!?!?!

৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:


নিরুপায় ছন্দেরা
প্রবন্ধ হয়
এলোমেলো জোছনায়
গা ভেজায় ।

তুষারের নীরবতা
গৎবাধা পথচলা
নিশ্চুপ হেটে চলে
লিখে রাখা কবিতারা ।


চমৎকার!!!

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩২

বিষাদ সজল বলেছেন: আসলে কবিতারা
মনের মাঝে নিশ্চুপ হেটে চলে
কিন্তু প্রতি পদে পদে রেখে যায়
না ভোলা যণ্ত্রনার
দগদগে ক্ষত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.